Monday, August 25, 2025

রাজ্যে সরকারের বাংলা সহায়তা কেন্দ্র (BSK) এক নতুন ও গুরুত্বপূর্ণ মাইলস্টোন তৈরি করল। অল্প সময়ের মধ্যেই ডিজিটাল ই-ওয়ালেটের মধ্যে দিয়ে প্রায় এক হাজার কোটি টাকারও বেশি ‘সার্ভিস ডেলিভারি ট্রানজাকশন’ করতে সক্ষম হয়েছে। শুক্রবার, সেই খবর নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাগ করে নিয়েছেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টিমকে অভিনন্দন জানান মমতা।

BSK-র এই অভাবনীয় সাফল্য তুলে ধরে নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, বিএসকের এই মাইলস্টোন বুঝিয়ে দেয় ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষতা এবং স্বচ্ছতার ক্ষেত্রে রাজ্য সরকারের ডিজিটাল পাবলিক সার্ভিস ডেলিভারি একটা মডেল হয়ে উঠেছে। বিএসকে প্রতিদিন অসংখ্য পরিষেবা দেয়।

মুখ্যমন্ত্রী লেখেন, “বাংলা সহায়তা কেন্দ্রগুলি (BSKs) তাদের ই-ওয়ালেটের মাধ্যমে পরিষেবা প্রদানের লেনদেনে অল্প সময়ের মধ্যেই ₹১,০০০ কোটি টাকা অতিক্রম করে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে।
এই মাইলফলক BSKs-এর ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি জনগণের ক্রমবর্ধমান আস্থাকে তুলে ধরে এবং পশ্চিমবঙ্গের ডিজিটাল পাবলিক সার্ভিস প্রদানের মডেলের দক্ষতা এবং স্বচ্ছতা তুলে ধরে।
BSKs-গুলি প্রতিদিন হাজার হাজার বিভাগীয় পরিষেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে বৃত্তি এবং সার্টিফিকেট থেকে শুরু করে স্বাস্থ্য এবং আবাসন পরিষেবা, যা তাদের ডিজিটাল পরিকাঠামোর মাধ্যমে নির্বিঘ্নে করা হয়।
এই উদ্যোগটি “ডিজিটাল বাংলার কর্মকাণ্ড”, সক্রিয়ভাবে নাগরিকদের ক্ষমতায়ন, অ্যাক্সেসযোগ্যতার বাধা হ্রাস এবং একটি অন্তর্ভুক্তিমূলক শাসন মডেল গড়ে তোলার একটি প্রমাণ।
এই সাফল্য প্রতিটি BSK অপারেটর এবং তাদের সমর্থনকারী দলগুলির সম্মিলিত প্রচেষ্টার ফলাফল। তাঁদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন।“

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version