Monday, August 11, 2025

২৬-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় মমতা: ভিড়ে ঠাসা কাঁথি থেকে উঠল আওয়াজ

Date:

Share post:

ছাব্বিশের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার মসনদে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তিরিশের নিচে নামিয়ে দিন, যাতে বিরোধী দলনেতা বলে কিছু না থাকে। পূর্ব মেদিনীপুর থেকে এবার লক্ষ্য হবে ১৬-তে ১৬। কিন্তু কোনও মতেই ১৪-এর নিচে নামা যাবে না। শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কাঁথিতে দাঁড়িয়ে এই আহ্বান জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। একুশে জুলাইয়ের সমর্থনে আয়োজিত ভিড়-ঠাসা সভায় কুণাল ফের মনে করিয়ে দেন একুশে জুলাইয়ের তাৎপর্য, নেত্রীর অবদান ও সিপিএমের লাগামহীন সন্ত্রাসের কথা।

তিনি বলেন, ভুললে চলবে না, আজ আমাদের যে সচিত্র ভোটার কার্ড রয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অবদান। ১৪ জন শহিদের রক্তের বিনিময়ে তা আমরা পেয়েছি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসকর্মীরা মহাকরণ দখল করতে যায়নি। সিপিএম মিথ্যে প্রচার করে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মারা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল মঞ্চ। মাইকের তার কেটে দেওয়া হয়। এমনকী তাঁকে খুন করার চেষ্টাও হয়েছিল। কিন্তু আমাদের নেত্রীকে দমানো যায়নি।

আরও পড়ুন: হাসিনাকে ভুলতে মোছা হচ্ছে ‘স্যার’: বাংলাদেশে আরও তলানিতে নারীর সম্মান

সিপিএমের সন্ত্রাসের ইতিহাস মনে করিয়ে দিয়ে কুণাল বলেন, এই প্রজন্মের কাছে সিপিএমের আসল রূপ তুলে ধরতে হবে। বিজেপি নারীদের সম্মান নিয়ে বড় বড় কথা বলছে। ওরাই মেয়েদের সম্মান করে না। বাংলার মানুষকে সম্মান করে না। বাজকুল কলেজে এক ছাত্রীকে মারা হল। অভিযুক্ত একজন এবিভিপি (ABVP) কর্মী। ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। এরাই আবার নারী সুরক্ষা যাত্রার নামে নাটক করছে!

সামনে আরও একটা একুশে জুলাই। কুণাল বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যয়ের (Mamata Banerjee) সৈনিক। এই সরকার অনেক ভাল ভাল কাজ করছে। সেগুলোর প্রচার করুন। সোশ্যাল মিডিয়ায় প্রচারে থাকুন। যাঁরা সরে গিয়েছেন তাঁদের কাছে টেনে নিন। একুশে জুলাই সবাই ধর্মতলা চলুন। তৈরি হোক জমায়েতের নতুন নজির।

spot_img

Related articles

অভিমন্যুকে ভারতীয় দলে দেখতে চান সৌরভ

ভারতীয় দলে আবারও এক বাঙালি ক্রিকেটারকে নেওয়ার দাবী জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একসময় ঋদ্ধিমান...

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক। শালবনিতে (Shalboni) ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...