Saturday, November 1, 2025

চরম ব্যর্থতা ফুটবল ফেডারেশনের! ISL শুরু সম্ভব নয়, জানালো আয়োজক সংস্থা

Date:

চুক্তি সম্পন্ন করতে পারল না ভারতের ফুটবল ফেডারেশন। যার জেরে স্থগিত করে দেওয়া হল এবছরের ইন্ডিয়ান সুপার লিগ-এর (ISL) মত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা। বিজেপি জামানায় শিক্ষা সংস্কৃতিতে যেভাবে বারবার ধাক্কা লেগেছে, তার ঢেউ এবার এসে লাগলো ভারতীয় ঘরোয়া ফুটবলেও।

আইএসএল-এর আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড-এর (FSDL) তরফে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং আইএসএল-এ (ISL) অংশগ্রহণকারী সব ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানানো হলো ২০২৫-২৬ আইএসএল (ISL) স্থগিত রাখার কথা। তার কারণ হিসেবে তুলে ধরা হল, সংস্থার সঙ্গে এআইএফএফ-এর (AIFF) চুক্তি (contract) সংক্রান্ত অনিশ্চয়তাকে।

এফএসডিএল-এর (FSDL) সঙ্গে এআইএফএফ-র (AIFF) চুক্তি শেষ হচ্ছে ৮ ডিসেম্বর ২০২৫। সাধারণত আইএসএল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে। ফলে এ বছরের প্রতিযোগিতা চলার মধ্যেই সেই চুক্তি (contract) শেষ হয়ে যাবে। অথচ এখনো আইএফএ-র তরফে চুক্তির পুনর্নবীকরণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে আয়োজক সংস্থা এফএসডিএল স্পষ্ট জানিয়েছে, কোনও নিশ্চিত চুক্তির না থাকায় ডিসেম্বরের পরে তাদের পক্ষে কোনও পরিকল্পনা, আয়োজন বা ২০২৫-২৬ আইএসএল-কে বাণিজ্যিকরণের প্রক্রিয়া করা সম্ভব নয়।

আরও পড়ুন: কাজ করল না ভারতীয় পেস বোলিং অ্যাটাক, লর্ডসে সাবধানী ক্রিকেট ইংল্যান্ডের

আইএসএল-এর আয়োজক সংক্রান্ত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এফএসডিএল-এর ক্লাবগুলিকে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে সেই কথা। কিন্তু এই চুক্তি পুনর্নবীকরণের বিষয়টিকে এখনও হালকা ভাবেই দেখা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে চিঠিতে। ফলে এআইএফএফ-র তরফ থেকে কোনও কন্ট্রাকচুয়াল স্ট্রাকচার তৈরি না হওয়ায় প্রতিযোগিতা সংঘটিত করা সম্ভব হচ্ছে না।

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...
Exit mobile version