Saturday, November 1, 2025

চরম ব্যর্থতা ফুটবল ফেডারেশনের! ISL শুরু সম্ভব নয়, জানালো আয়োজক সংস্থা

Date:

চুক্তি সম্পন্ন করতে পারল না ভারতের ফুটবল ফেডারেশন। যার জেরে স্থগিত করে দেওয়া হল এবছরের ইন্ডিয়ান সুপার লিগ-এর (ISL) মত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা। বিজেপি জামানায় শিক্ষা সংস্কৃতিতে যেভাবে বারবার ধাক্কা লেগেছে, তার ঢেউ এবার এসে লাগলো ভারতীয় ঘরোয়া ফুটবলেও।

আইএসএল-এর আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড-এর (FSDL) তরফে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং আইএসএল-এ (ISL) অংশগ্রহণকারী সব ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানানো হলো ২০২৫-২৬ আইএসএল (ISL) স্থগিত রাখার কথা। তার কারণ হিসেবে তুলে ধরা হল, সংস্থার সঙ্গে এআইএফএফ-এর (AIFF) চুক্তি (contract) সংক্রান্ত অনিশ্চয়তাকে।

এফএসডিএল-এর (FSDL) সঙ্গে এআইএফএফ-র (AIFF) চুক্তি শেষ হচ্ছে ৮ ডিসেম্বর ২০২৫। সাধারণত আইএসএল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে। ফলে এ বছরের প্রতিযোগিতা চলার মধ্যেই সেই চুক্তি (contract) শেষ হয়ে যাবে। অথচ এখনো আইএফএ-র তরফে চুক্তির পুনর্নবীকরণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে আয়োজক সংস্থা এফএসডিএল স্পষ্ট জানিয়েছে, কোনও নিশ্চিত চুক্তির না থাকায় ডিসেম্বরের পরে তাদের পক্ষে কোনও পরিকল্পনা, আয়োজন বা ২০২৫-২৬ আইএসএল-কে বাণিজ্যিকরণের প্রক্রিয়া করা সম্ভব নয়।

আরও পড়ুন: কাজ করল না ভারতীয় পেস বোলিং অ্যাটাক, লর্ডসে সাবধানী ক্রিকেট ইংল্যান্ডের

আইএসএল-এর আয়োজক সংক্রান্ত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এফএসডিএল-এর ক্লাবগুলিকে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে সেই কথা। কিন্তু এই চুক্তি পুনর্নবীকরণের বিষয়টিকে এখনও হালকা ভাবেই দেখা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে চিঠিতে। ফলে এআইএফএফ-র তরফ থেকে কোনও কন্ট্রাকচুয়াল স্ট্রাকচার তৈরি না হওয়ায় প্রতিযোগিতা সংঘটিত করা সম্ভব হচ্ছে না।

Related articles

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...

বিডিও-র টেবিল চাপড়ে ‘সানি দেওল’ বিজেপি সাংসদ! হুমকি সংস্কৃতিকে কটাক্ষ তৃণমূলের

হুমকিতেই আটকে বঙ্গ বিজেপি নেতারা। তবে দেশজুড়ে হুমকির রাজনীতিতেই যে অভ্যস্থ বিজেপি নেতারা, ফের একবার প্রমাণ করলেন বিজেপি...

ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২, ঘটে ২৫০০০ লোকের সমাগম

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় ভেঙ্কটেশ্বর মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। কার্তিক মাসের একাদশীর শুভ তিথিতে অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু...
Exit mobile version