খুব শীঘ্র খুলে যাবে বারাসত স্টেডিয়াম (Barasat Stadium)। প্রস্তুতি তুঙ্গে। কেমন চলছে উত্তর চব্বিশ পরগণার গুরুত্বপূর্ণ এই ময়দানের ঘাসের কাজ, সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। কাজের গতি দেখে সন্তোষ প্রকাশ করলেন তিনি।
বারাসত স্টেডিয়ামে (Barasat Stadium) কৃত্রিম ঘাসের মাঠ ছিল আগে। ফিফা অ্যাস্ট্রোটার্ফ (astro turf) নিষিদ্ধ করায় স্টেডিয়ামে নতুন ঘাসের মাঠ তৈরি হয়েছে। এছাড়াও স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের অন্যান্য কাজও চলছে। তারই অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী রথীন ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: প্রাইমারী টেট পরীক্ষায় ভুল প্রশ্নপত্র মামলা: ফের কমিটি গঠন হাই কোর্টের
শুক্রবারের পরিদর্শন শেষে জানানো হয়, স্টেডিয়ামের ৮০ শতাংশ কাজ শেষ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সব খেলা শুরু করা সম্ভব হবে। এই অগ্রগতি দেখার পরে বারাসতে কলকাতা লিগের ডার্বি হওয়ার ব্যাপারেও জল্পনা চলছে।
–
–
–
–
–
–
–
–
–
–