Saturday, December 20, 2025

প্রতি জেলায় ছোট-বড় সেতুর স্বাস্থ্য পরীক্ষা: জারি নির্দেশিকা

Date:

Share post:

বাম আমলে সেতু তৈরি হলেও তার রক্ষণাবেক্ষণ ঠিক না হওয়ায় খেসারত দিতে হয়েছে তৃণমূল প্রশাসনকে। তার থেকে শিক্ষা নিয়ে রাজ্যে সেতুর স্বাস্থ্য পরীক্ষা (health check) এখন নিয়মিত বিষয়। ফের বয়সে পুরনো এমন সব সেতুকে চিহ্নিত করে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করতে রাজ্যের পূর্ত দফতর (PWD) জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট জেলার (districts) পূর্ত দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের কাছে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা ও রাজ্যের গুরুত্বপূর্ণ সেতুর (bridge) স্বাস্থ্য পরীক্ষা (health check) ক্রমাগত হতে থাকে। এবার রাজ্যজুড়ে জেলা ভিত্তিক (district wise) সেতুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ। রাজ্য জুড়ে প্রায় ২৫০০টি ছোট ও বড়  সেতু রয়েছে। তবে কত সময়ের মধ্যে এই পরিদর্শন শেষ করতে হবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

সম্প্রতি গুজরাট মডেলে ভেঙে পড়েছে ৪০ বছরের পুরোনো সেতু (bridge)। বিপজ্জনক চিহ্নিত হওয়ার পরেও স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার খেসারত দিতে হয়েছে নরেন্দ্র মোদির রাজ্যকে। তবে বাংলার প্রশাসন সতর্ক ও সজাগ।

আরও পড়ুন: ফের ভূমিকম্প রাজধানীতে, দুই দিনে দ্বিতীয়বার কম্পন

২০১৬ সালের ৩১ মার্চ পোস্তায় নির্মীয়মাণ উড়ালপুল ধসে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল কলকাতার বুকে। মৃত্যু হয়েছিল বহু মানুষের। সেই ঘটনার ছায়া যাতে আর ফিরে না আসে, সে বিষয়ে এবার আরও বেশি সতর্ক প্রশাসন— এমনটাই মত অভিজ্ঞ মহলের। নতুন করে রাজ্যের সেতু পরিকাঠামো খতিয়ে দেখার এই সিদ্ধান্তে স্পষ্ট, পূর্ত দফতর (PWD) আর ঝুঁকি নিতে রাজি নয়। সুরক্ষাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...