কলেজের ‘ফেস্ট’-এর দৃশ্য বলে প্রচারিত ভিডিও ফেক! TMCP-কে কালিমালিপ্ত করার অপচেষ্টা: তৃণাঙ্কুর

Date:

Share post:

ফেক ভিডিও। ভৈরব গাঙ্গুলি কলেজের ‘ফেস্ট’-এর দৃশ্য বলে সংবাদ মাধ্যমে প্রচারিতকে ভুয়ো বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের (Trinakur Bhattacharya)। মাথায় গ্লাস নিয়ে এক মহিলার সঙ্গে তৃণমূল ছাত্র নেতা রানা বিশ্বাসের বেলি ড্যান্সের দৃশ্য ভাইরাল হয়েছে। সেই দৃশ্য ভৈরব গাঙ্গুলি কলেজের ‘ফেস্ট’-এর বলে অভিযোগ বিরোধীদের। এই নিয়ে তৃণাঙ্কুরের দাবি TMCP-কে কালিমালিপ্ত করতে এই ষড়যন্ত্র বিরোধীদের। ওঠা কোনও কলেজ ফেস্টের ভিডিও-ই নয়।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। সেখান দেখা যাচ্ছে, কামারহাটির ছাত্র নেতা তথা তৃণমূল কর্মী রানা বিশ্বাস মাথায় গ্লাস নিয়ে স্বল্প বস্ত্র পরিহিতা এক মহিলার সঙ্গে জনপ্রিয় হিন্দি ছবির গান ‘জামাল কুদু’র সঙ্গে নাচতে। দাবি করা হয়, এটা ভৈরব গাঙ্গুলি কলেজের ‘ফেস্ট’-এর দৃশ্য। এই ভিডিও দেখিয়ে অপসংস্কৃতির অভিযোগ তুলে TMCP-কে আক্রমণ করে বিরোধীরা। সংবাদ মাধ্যমেও সেই অভিযোগ তুলে ভিডিও সম্প্রচার করে।

কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির দাবি, এই খবর এটি ফেক। এই ঘটনা ভৈরব গাঙ্গুলি কলেজের ‘ফেস্ট’-এর দৃশ্যই নয়। এটি একেবারই রানা বিশ্বাসের একটি ব্যক্তিগত অনুষ্ঠান। গতবছর ৯ এপ্রিল সল্টলেকের অর্কিড গার্ডেনে এক বন্ধুর অনুষ্ঠানে তিনি সেই সময় অতি জনপ্রিয় ‘জামাল কুদু’ গানের সঙ্গে নাচ করেন। আর তাঁর মাথার গ্লাসে মদ নয় জল ছিল। এটি TMCP-কে কালিমালিপ্ত করার বিরোধীদের ষড়যন্ত্র।
আরও খবরভাঙড়ে তৃণমূল নেতা খুনের প্রেক্ষিতে আরাবুলের নিরাপত্তা বাড়ানোর আর্জি, খারিজ করল হাই কোর্ট

রানা বিশ্বাস (Rana Biswas) জানান, তাঁকে যাঁরা চেনেন, তাঁরা জানেন তিনি মদ-সিগারেট খান না। এই অনুষ্ঠান কলেজ ফেস্টের একেবারেই নয়। এটি তাঁর বন্ধুর বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। এর পরেই কটাক্ষ করে রানা বলেন, এখন সবাইকে মনোজিৎ মিশ্রর সঙ্গে জোড়ার চেষ্টা হচ্ছে। সেটা ঠিক নয়।

spot_img

Related articles

নবমীর সকালে প্রয়াত বাম আমলের প্রাক্তন মন্ত্রী

উৎসবের মধ্যেই শোকের ছায়া বাম শিবিরে। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়। বুধবার সকালে ৮৫...

মহানবমীতে কালীঘাট মন্দিরে আরতি মুখ্যমন্ত্রীর: নিজে হাতেই বাজালেন কাঁসর

মহানবমীতে গোটা শহর যখন বৃষ্টি উপেক্ষা করে দুর্গোৎসবের আনন্দ নিতে ব্যস্ত, মুখ্যমন্ত্রী তখনই পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে। রাজ্যের...

অদ্য পুজোর শেষ লগ্ন, নবমীতেই আগামী বছরের দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু

নবমী তিথি (Maha Navami) মানে আনন্দের মাঝেও আকাশে বাতাসে বিষাদের সুর। আবার এক বছরের প্রতীক্ষার পর উমাকে এভাবে...

মহানবমীর সকালে মাতোয়ারা মহানগরী, ভক্তি – আরাধনায় উজ্জ্বল উৎসবের শেষ লগ্ন

কোথাও বন্দনার বনেদিয়ানা, কোথাও ভক্তিরসের সুধা। মহানবমীর সকালে ভিড় বাড়ছে শহর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতে (Sovabazar Rajbari)। বনেদি...