Saturday, August 23, 2025

বনমহোৎসবের সূচনায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, “পরিবেশ রক্ষায় গাছ লাগান, দায় একা দফতরের নয়”: বার্তা বীরবাহার

Date:

পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansa)। শনিবার, কলকাতার অরণ্য ভবন থেকে বনমহোৎসবের সূচনা করেন তিনি। এই উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছিয়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বনমন্ত্রীর কথায়, পরিবেশ রক্ষার দায় একা বন দফতরের নয়। সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

এদিন বনমহোৎসবের সূচনা করেন বনমন্ত্রী। সেই উপলক্ষ্যে অরণ্য ভবন থেকে ট্যাবলোর উদ্বোধন করেন তিনি। বনমন্ত্রী ছাড়াও ছিলেন বন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি দেবল রায়, প্রধান বন সংরক্ষক ও বন বাহিনীর প্রধান। ১৪ থেকে ২০ জুলাই রাজ্যজুড়ে বনমহোৎসব পালিত হবে। রাজ্যস্তরের অনুষ্ঠানটি ১৪ তারিখ শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি ২৩টি জেলাস্তর এবং ২টি উপ-বিভাগীয় স্তরের অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এই ট্যাবলো ‘সবুজ বাঁচাও’ এর প্রতি সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে এবং মধ্য কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, নিউ টাউন এবং সল্টলেকে চারা বিতরণের জন্য ভ্রাম্যমাণ ইউনিট হিসেবেও কাজ করবে।

বনমন্ত্রী জানান, পরিবেশ বাঁচাতে বেশি করে গাছ লাগাতে হবে। তবে, এই বিষয়ে সাধারণ মানুষকেও উদ্যোগী হতে হবে। একা দায় বন দফতরের নয়। গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচানোর বিষয়েও জোর দেন বীরবাহা (Birbaha Hansa)। তাঁর কথায়, উন্নয়নের জন্য একটি গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে। বনমন্ত্রীর জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলায় হাতি-সহ বন্যপ্রাণির সংখ্যআ বৃদ্ধি হচ্ছে। পরিবেশ বাঁচানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী।

বনমহোৎসব উদযাপনে প্রতিবারের মতো, এবারও গাছের চারা বিলি করা হবে। সমস্ত বন নার্সারি থেকে শহরাঞ্চলে প্রতি ব্যক্তির জন্য দুটি করে এবং গ্রামাঞ্চলে পাঁচটি করে চারা বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করা হবে। তবে, বনমন্ত্রীর কথায়, শুধু ছবি তোলার জন্য নয়, চারা নিয়ে সেটিকে রক্ষণাবেক্ষণ করে বাঁচিয়ে রাখুন।

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version