পশ্চিম মেদিনীপুরের বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানিসরাইয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা (Belda Road Accident) । শনিবার সকালে দিঘা (Digha ) যাওয়ার পথে লরি- স্করপিওর মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর মিলেছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তা খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা প্রত্যেকেই স্করপিও গাড়ির যাত্রী ছিলেন। এদিন সকাল ছটা নাগাদ আসানসোল থেকে খড়গপুর হয়ে দিঘা যাচ্ছিল ওই গাড়িটি। বেলদার ৬০ নম্বর জাতীয় সড়কের রানিসরাইয়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিকের লেনে ঢুকে পড়ে। সেদিক থেকে আসা দ্রুতগতির একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।দুর্ঘটনাগ্রস্ত লরি এবং স্করপিওটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। লরি চালক পলাতক। কী কারণে চারচাকা নিয়ন্ত্রণ হারালো তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–