Thursday, August 21, 2025

সম্প্রতি ভেঙেছে সেতু। স্পষ্ট হয়ে গিয়েছে নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে রক্ষণাবেক্ষণের গাফিলতি। কিন্তু নির্মাণেও যে গত এক দশকে কত গাফিলতি ও দুর্নীতি হয়ে চলেছে, তা জ্বলন্ত উদাহরণ আহমেদাবাদের (Ahmedabad) আট বছরের পুরোনো একটি সেতু। নিম্নমানের সামগ্রীতে সেতু তৈরি হওয়ার জন্য আট বছর ধরে প্রায় ব্যবহার না করেই কোটি কোটি টাকা খরচ করে এবার ভেঙে ফেলতে হবে সেই সেতু (flyover)। পরিস্থিতি এমনই যে তিন বছর ধরে সেতু ভাঙার জন্য টেন্ডার (tender) করেও সাড়া পাওয়া যায়নি কোনও নির্মাণ সংস্থার। অবশেষে শর্ত বদলে ভাঙার জন্য দায়িত্বশীল একটি সংস্থাকে পাওয়া গিয়েছে।

২০১৭ সালে আমেদাবাদ শহরের হাটকেশ্বর (Hatkeswar) উড়ালপুল তৈরি হয়েছিল। সেই সময় খরচ হয়েছিল প্রায় ৪২ কোটি টাকা। এরপরই অভিযোগ ওঠে এই সেতু তৈরিতে ব্যবহার হয়েছে নিম্নমানের সামগ্রী। আদালতে মামলা হওয়ায় বন্ধ করে দেওয়া হয় উড়ালপুল। ২০২২ সাল থেকে এই উড়ালপুলে (flyover) কোনও রকমের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের (Ahmedabad Municipal Corporation) পক্ষ থেকে নির্দেশ জারি হয় সেতু ভেঙে ফেলার।

আমেদাবাদ পুরসভা তিন বছর ধরে সেতু ভাঙা ও নতুন সেতু নির্মাণের জন্য টেন্ডার প্রকাশ করে। কিন্তু কোনও নির্মাণ সংস্থা সেই টেন্ডারে সাড়া দেয়নি। শেষে টেন্ডারের শর্ত বদলে শুধুমাত্র ভাঙার টেন্ডার জারি হয়। তাতে সাড়া পাওয়া যায়। ৪২ কোটির সেতু ভাঙতে সর্বনিম্ন দাম ওঠে ৭.৯ কোটি টাকা। এর মধ্যে ৩.৯ কোটি টাকা দেবে আমেদাবাদ পুরসভা (Ahmedabad Municipal Corporation)। বাকি ৪ কোটি ভাঙা সেতুর সামগ্রী বিক্রি করে পাওয়া যাবে।

আরও পড়ুন: ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা, ফের আত্মহত্যার চেষ্টা

মোরবি সেতু বা গম্ভীরা সেতু ভাঙায় গুজরাট প্রশাসনের যে দুর্নীতি ও দুরবস্থা সামনে এসেছে, তাতে মোদির রাজ্যে দীর্ঘদিনের বস্তাপচা রাজনীতির অভ্যাসের বদলের দাবি উঠেছে। সম্প্রতি গুজরাটে উপনির্বাচনে একটি আসনে পরাজয় তার খানিকটা প্রকাশ হয়েছে। এবার সেতু গড়তে ও ভাঙতে যেভাবে কোটি কোটি নাগরিক অর্থ নিয়ে নয়ছয় হচ্ছে আমেদাবাদে, তাতে ফের প্রশ্নে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version