জুলাই মাস থেকেই শুরু হচ্ছে ২০২৪-২৫ অর্থবর্ষের পঞ্চায়েতগুলির (Panchayet) বার্ষিক মূল্যায়ন। এ বছর মূল্যায়নের ক্ষেত্রে আগের ১৭টি শর্তের সঙ্গে যুক্ত হয়েছে আরও ১০টি নতুন শর্তাবলি। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দুটি হল — নিজস্ব আয়ের অন্তত ৫০ শতাংশ জনস্বার্থে (Public Welfare) ব্যয় এবং আগের বছরের তুলনায় অন্তত ১০ শতাংশ আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা।

নবান্ন (Nabanna) সূত্রের খবর, এই নতুন নির্দেশিকায় পঞ্চায়েতগুলিকে (Panchayet) কড়া ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি উন্নয়ন ও জনস্বার্থে ব্যয় না করা হয়, তবে বন্ধ করে দেওয়া হবে পারফরম্যান্স গ্রান্ট-সহ অন্যান্য সরকারি অনুদান। সরকারের মতে, এই পদক্ষেপ পঞ্চায়েতগুলিকে আরও দায়িত্বশীল করবে এবং বিকেন্দ্রীকৃত উন্নয়নের গতি বাড়াবে।

পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumdar) বলেন, “মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পের অর্থ বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকার নিজস্ব উদ্যোগেই উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েতগুলির নিজস্ব আয় যদি জনস্বার্থে খরচ হয়, তাহলে সরাসরি তার সুফল পাবে সাধারণ মানুষ।” রাজ্য সরকারের আশা, এই নতুন শর্তাবলির মাধ্যমে পঞ্চায়েত স্তরের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি, স্থানীয় পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে আরও গতি আসবে। আরও পড়ুন: বনমহোৎসবের সূচনায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, “পরিবেশ রক্ষায় গাছ লাগান, দায় একা দফতরের নয়”: বার্তা বীরবাহার

–

–

–

–

–
–

–

–
–
–
–
–