Thursday, August 21, 2025

আজবকাণ্ড গুজরাটে, মোদি-রাজ্যে জন্মেও বাংলাদেশে পুশব্যাক!

Date:

আজবকাণ্ড! মোদি-রাজ্যে জন্মেও রক্ষে নেই! অপরাধ তিনি বাংলাভাষী। তাই বাংলাবিরোধী বিজেপি হাসান শাহকে পাঠিয়ে দিল সটান বাংলাদেশে (Bangladesh)। বিজেপি-রাজ্যের প্রশাসনের কথায় বাংলাদেশের চরে তাঁকে ছেড়ে দিয়ে আসে অমিত শাহের (Amit Shah) BSF।

হাসানের জন্ম মোদি-শাহের রাজ্যে। সেখানেই কর্ম ও নিবাস। কিন্তু তারপরও হাসান বাংলার আদি বাসিন্দা হওয়ায় বিজেপির রোষানলে পড়তে হয়। মে মাসে ৭৮ জনকে নৌকায় চাপিয়ে সাতক্ষীরার বঙ্গোপসাগর লাগোয়া মান্দারবাড়িয়া চরে ছেড়ে এসেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সেই দলে ছিলেন হাসান-সহ তিন ভারতীয় নাগরিক। একজন ভারতীয় নাগরিককে কী করে বাংলাদেশে পুশব্যাক করল BSF এবং উপকূলরক্ষী বাহিনী, তা নিয়ে উঠছে প্রশ্ন। বাংলাদেশ সেই সময়ই জানায় ওই দলে তিনজন জন্মসূত্রে ভারতীয় নাগরিক রয়েছেন। তারপরও সে কথা কানে তোলেনি গুজরাট (Gujrat) সরকার।

সুরাটে একটি বস্তিতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে থাকতেন হাসান। গুজরাট (Gujrat) পুলিশ হঠাৎ তাঁর বাড়িতে হানা দিয়ে হাত-পা বেঁধে তুলে নিয়ে যায়। কেড়ে নেওয়া হয় ভারতীয় নাগরিকত্বের যাবতীয় নথিপত্র! তারপর কয়েকদিন আটকে রেখে উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ‘লাইফ জ্যাকেট’ পরিয়ে রাইফেল উঁচিয়ে নির্দেশ দেওয়া হয়, সমুদ্রে ঝাঁপ মেরে সাঁতরে চরে যেতে। হাসান বলেন, বাংলাদেশের উপকূলরক্ষীরা তাঁদের উদ্ধার করে। বিচারকের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে কাটান তাঁরা। হাসান জানান, তাঁর কাছে ভারতীয় সচিত্র পরিচয়পত্র, আধার এবং বিবাহের শংসাপত্র রয়েছে। গুজরাত পুলিশ বাংলায় কথা বললেই তাঁদের বাংলাদেশি বলে দেগে দিচ্ছে। এরপর বাংলার সরকার আওয়াজ তোলায় ভারতীয় নাগরিকরা ফিরতে পারছেন স্বদেশে।
আরও খবরকংগ্রেস নেতৃত্বের ইতিহাস: সিলেবাস বদলের দাবি রাজস্থানের শিক্ষামন্ত্রীর

পহেলগাম হামলার পর থেকেই বিজেপি রাজ্যগুলিতে বাঙালি খেদাও অভিযান শুরু হয়েছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। রাজ্যে রাজ্যে চলছে নিপীড়ন, বর্বর আক্রমণ।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version