সুপ্রিম কোর্টের (SC) নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ১৪ জুলাই। তবে মাঝে সামান্য কিছু জটিলতার কারণে আবেদন প্রক্রিয়া বন্ধ ছিল। তাই চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে ১৪ জুলাইয়ের পর আরও সাতদিন স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানো হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

শীর্ষ আদালতের কলমের এক খোঁচায় প্রায় ২৬ হাজারের চাকরি যাওয়ার পর গাইডলাইন মেনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ১৬ জুন থেকে SSC পোর্টালের মাধ্যমে নিয়োগের আবেদন নেওয়া শুরু হয়। শুক্রবার পর্যন্ত ৪ লক্ষ ১০৪টি নিয়োগ পরীক্ষার আবেদন জমা পড়েছে।চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা কমিশনের। সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে মাঝে চারদিন SSC পোর্টাল বন্ধ থাকায় অনেকেই সেই সময় চাকরির জন্য আবেদন করতে পারেননি। সকলে যাতে সমান সুযোগ পায় সেই কথা মাথায় রেখে আপাতত আবেদনের সময়সীমা ২১ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–