Sunday, July 13, 2025

ইস্টবেঙ্গলের ডার্বি খরা কাটানোর বার্তা দিয়েই সই বিপিনের

Date:

Share post:

চুক্তিটা আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। রবিবারই একেবারে জোড়া ঘোষণা ইস্টবেঙ্গলের (Eastbengal)। দুই মরসুমের জন্য ইস্টবেঙ্গলে এলেন বিপিন সিং (Bipin Singh)। আইএসএল (ISL) লিগ শিল্ড থেকে ট্রফি দুটোই জিতেছেন এই তারকা ফুটবলার। তাঁকেই এবার দেখা যাবে লাল-হলুদ জার্সিতে। ইস্টবেঙ্গলে এসেই বড় বার্তা ভারতীয় দলের এই তারকা ফুটবলারের। ইস্টবেঙ্গলের (Eastbengal) ডার্বি খরা কাটানোর পাশাপাশি, ট্রফি হাতে নিতে চান তিনি।

গত মরসুমে খারাপ পারফরম্যান্সের পর থেকেই ইস্টবেঙ্গলকে (Eastbengal) নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছিল। এবার থংবোই সিংটোকে নিয়েই দল গোছাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। সেখানেই একের পর এক তারকাকে তুলে নিচ্ছিল লাল-হলুদ ব্রিগেড। সেখানেই বড় চমক বিপিন সিং (Bipin Singh)। মুম্বই সিটি এফসির হয়ে দুরন্ত পারফরম্যান্সের পর এবার লাল-হলুদ জার্সিতে খেলবেন এই তারকা ফুটবলার। সেই তারকা ফুটবলারের সঙ্গেই আগামী দুই বছরের জন্য চুক্তিটা সেরে ফেলল ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিতে এসে আপ্লুত এই তারকা ফুটবলারও।

লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছ্বসিত বিপিন সিং। তিনি জানিয়ছেন, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। নিজের গোল করা এবং গোল করানোর সমস্ত দক্ষতা দিয়ে এই ক্লাবকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব আমি। ইস্টবেঙ্গলের জার্সিতে ডার্বি জিততে যেমন চাই, তেমনই চাই আমি ক্লাবের হয়ে ট্রফিও জিততে। ক্লাবের অসংখ্য সমর্থকদের সাফল্য উপহার দিতে চাই”।

শুধুমাত্র বিপিন সিংই (Bipin Singh) নয়,ভারতীয় দলের আরও এক স্ট্রাইকারকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। ইন্টার কাশি থেকে এডমন্ড লালরিনডিকাকে দলে তুলে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। ২০২৮ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়েছে লাল-হলুদ ব্রিগেড। ভারতীয় দলের হয়ে যেমব ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। তেমনই ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন ইন্টার কাশির হয়েও।

গত মরসুমে ইস্টবেঙ্গলের আক্রমণ নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল। সেই দিকেই এবার বাড়তি নজর রয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। এমন পরিস্থিতিতে বিপিন এবং লালরিনডিকা যে ইস্টবেঙ্গলের শক্তি অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১৩ জুলাই (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

পুণের পোর্শেকাণ্ডের ছায়া দিল্লিতে, ফুটপাতে ঘুমন্ত পরিবারকে পিষে দিল বিলাসবহুল গাড়ি

রাত বাড়তেই বেপরোয়া হয়ে ওঠে বিলাসবহুল গাড়ির দৌরাত্ম্য। যার মাশুল দিতে হয় ফুটপাতে শুয়ে থাকা নিরীহ মানুষদের। পুণের...

বাংলা-বিরোধী বিজেপি! অসম থেকে ফিরিয়ে দেওয়া হল গৃহবধূ আরতিকে

বাংলা বললেই তারা বিদেশী, অর্থাৎ বাংলাদেশী। মাত্র মুখে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাতারাতি কাজে নেমে পড়েছে অসমের...

সিনে দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা শ্রীনিবাস রাও

রবির সকালে চলে গেলেন দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও (Srinivasa Rao)। মৃত্যুকালে পদ্মশ্রী প্রাপ্ত তেলুগু অভিনেতার বয়স হয়েছিল...