Saturday, November 8, 2025

দেবিকা মজুমদার

সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের(Tanmoy Bhattacharya) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একাধিক কুরুচিকর মন্তব্যে ভরা পোস্ট এবং আপত্তিজনক ছবি ভাইরাল হয়েছে। ওই সমস্ত পোস্টে মূলত: দেখা যাচ্ছে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ (whatsapp) চ্যাটের স্ক্রিনশট। যে স্ক্রিনশটগুলির মূল বিষয়বস্তু তন্ময় ভট্টাচার্যের সঙ্গে কয়েকজন মহিলার কথোপকথন যেখানে অশ্লীল যৌন গন্ধযুক্ত বার্তা রয়েছে এবং তন্ময় ভট্টাচার্যের বেশ কয়েকটি নগ্ন ছবি রয়েছে। ‘নির্ভীক উত্তর নিউজ নেটওয়ার্ক’ নামে একটি সংবাদ মাধ্যম যাদের পোস্টের মাধ্যমে ওই সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। এরপর থেকেই ঐ সমস্ত পোস্ট ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। কারণ, সিপিআইএম(CPIM) নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এর আগেও একাধিকবার এ ধরনের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। বেশ কয়েক মাস আগে এক মহিলা সাংবাদিকের অভিযোগ জমা পড়ে সিপিআইএমের ইন্টারনাল কমপ্লেন কমিটি বা, আইসিসির কাছে। এরপর তিন মাসের জন্য সাসপেন্ডও করা হয়েছিল তন্ময় ভট্টাচার্যকে। যদিও ইন্টারনেল কমপ্লেন কমিটি পরে ওই মহিলা সাংবাদিক এবং তাঁর এডিটরের সঙ্গে কথা বলে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে সাসপেনশন তুলে নেয় এবং আবারো আগের মতো দলের যাবতীয় কার্যভার দেওয়া হয় তন্ময় ভট্টাচার্যকে।

‘নির্ভীক উত্তর’-এর অনিন্দ্য চৌধুরীর সঙ্গে এই বিষয়ে টেলিফোনে যোগাযোগ করে বিশ্ববাংলা সংবাদ। অনিন্দ্য চৌধুরীর অভিযোগ, মূলত বাম সমর্থক বা পারিবারিকভাবে মহিলা বাম কর্মী ও সমর্থকরাই ‘টার্গেট’ হয়েছেন তন্ময় ভট্টাচার্যের। কাজ দেওয়ার অছিলায় হোক বা কারোর সন্তানের চিকিৎসার খরচ যোগান দেওয়ার অছিলায়, তন্ময় ভট্টাচার্য ওই সমস্ত মহিলাদের যৌন হেনস্থা করেছেন বলেই অভিযোগ। এই বিষয় নিয়ে ওই মহিলারা দলের ইন্টারনাল কমপ্লেন কমিটিকে জানালেও এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান অনিন্দ্য চৌধুরীর। তাঁর দাবি, ওই সমস্ত মহিলাদের অনুরোধেই এবং তাঁদের দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট(screenshot) এবং ছবির ভিত্তিতেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টগুলি করেন। অনিন্দ্য চৌধুরীর অভিযোগ, ওই পোস্ট করার পরে ১০ জুলাই তাঁর বাড়িতে গুন্ডাবাহিনীকে নিয়ে হাজির হন তন্ময় ভট্টাচার্য। এরপর তারা তাঁর স্ত্রীকে হুমকি দেন বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য। শেষে তাঁর স্ত্রী থানায় অভিযোগ করার কথা জানালে বাড়ি থেকে চম্পট দেন তন্ময় ভট্টাচার্য এবং তাঁর সঙ্গীরা।

এই বিষয়ে তন্ময় ভট্টাচার্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ‘বিশ্ববাংলা সংবাদ’কে তিনি সরাসরি জানান, তিনি এই বিষয়ে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলার পরেই তাঁর বক্তব্য জানাবেন। তিনি এও বলেন, আজকাল মানুষের কাছে হাতে ফোন থাকলেই এ ধরনের অনেক কিছু পোস্ট করা যায়। এর কোনো সত্যতা নেই। তিনি নির্ভীক উত্তরের অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবনা চিন্তা করছেন।

তবে, এক্ষেত্রে প্রশ্ন উঠছে দলের প্রথম সারির নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক বার অভিযোগ জমা পড়ার পরেও কেন কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না সিপিআইএম? দলীয় সূত্রে খবর, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য নিজে ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে ১৭ টি আলাদা আলাদা অভিযোগ তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে জমা দিয়েছেন। তারপরেও কেন চুপ করে রয়েছে সিপিআইএম? যদিও এই বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: দিল্লিতে অনিশ্চিত বাঙালিদের জীবন: কথা বললেন তৃণমূল সাংসদরা

সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। সেখানে এহেন ইমেজ প্রকাশ্যে আসার পরেও তন্ময় ভট্টাচার্যকে কি নির্বাচনী প্রচারের কাজে লাগাবে বামেরা? সামাজিক যোগাযোগ মাধ্যমে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে ওই সমস্ত মহিলার যে সমস্ত কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে এবং তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তাদের যে ছবি সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে তারপরে কি দলীয় কর্মী-সমর্থকরা তন্ময় ভট্টাচার্যের মতো নেতার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটবেন? সাধারণ মানুষের কাছে কি ভোট ভিক্ষা পাবেন তন্ময় ভট্টাচার্য?

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version