Sunday, November 9, 2025

ঋষভ পন্থের (Rishabh Pant) রান আউটের দায় নিজের কাঁধেই নিলেন কেএল রাহুল (KL Rahul)। একটা ভুল বোঝাবুঝিতে তাদের ১৪১ রানের পার্টনারশিপটা ভেঙে গিয়েছিল। ঋষভ পন্থের (Rishabh Pant) রান আউটের পরই সাজঘরে ফিরে গিয়েছিলেন কেএল রাহুলও (KL Rahul)। এরপর থেকেই নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত সেটা নিয়েই মুখ খুলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁর সেঞ্চুরির জন্য তাড়াহুড়ো করাতেই যে ঋষভ পন্থ আউট হয়েছেন মেনে নিচ্ছেন কেএল রাহুল (KL Rahul)।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তাড়াতাড়ি উইকেট হারালেও কেএল রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থের (Rishabh Pant) জন্যই ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। কার্যত তাদের পার্টনারশিপটাই ইংল্যান্ডের ওপর চাপ তৈরি করেছিল। কিন্তু এরপরই সেই বিশ্রী মুহূর্ত। রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ঋষভ পন্থকে। সেটা যে কেএল রাহুলের অতিরিক্ত তাড়াহুড়ো করার জন্যই হয়েছিল তা বলতে কোনও দ্বিধা করেননি তিনি। রাহুল নিজেই নাকি চেয়েছিলেন তাড়াতাড়ি করে সেঞ্চুরিটা করে নিতে। আর সেই কারণেই নাকি রান নেওয়ার জন্য ঋষভকে বাধ্য করেছিলেন।

কেএল রাহুল (KL Rahul) দিনের শেষে জানিয়েছিলেন, “সেই মুহূর্তের আগে বেশ কিছুটা আলোচনা হয়েছিল আমাদের। সেই সময়ই আমি পন্থকে বলেছিলাম যে লাঞ্চ বিরতির আগেই সেঞ্টুরিটা করে নিতে চাইছি। সেই সময় বসিরই বোলিং করছিলেন। আমি ভেবেছিলাম এটাই বোধহয় সবচেয়ে ভালো একটা সুযোগ। কিন্তু দূর্ভাগ্যবশত সেই বলটি সরাসরি ফিল্ডারের হাতে চলে গিয়েছিল”।

কেএল রাহুল এবং ঋষভ পন্থের হাত ধরেই বড় রানের স্বপ্ন দেখতে শুরু করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু একটা ভুলেই সব শেষ হয়ে যায়। ঋষভ পন্থ আউট হওয়ার পরই সাজঘরে ফেরেন কেএল রাহুল। তিনি সেঞ্চুরি করেন ঠিকই, কিন্তু তারপর আর ক্রিজে থাকতে পারেননি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version