ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গগনযান মিশনের (Gaganyaan Mission) প্রস্তুতি আরও এক ধাপ এগোল। শনিবার ISRO-র তরফে জানানো হয়েছে ‘ফ্লাইট অফ নমিনাল মিশন প্রোফাইলের’ (Flight of nominal mission profile) উদ্দেশ্যে গগনযানের ইঞ্জিনের পরীক্ষা করা হয়। সেখানেই মিশনের জন্য তৈরি সার্ভিস মডিউল প্রপালশন সিস্টেম (Service Module Propulsion System) ফুল মার্কস পেয়ে পাশ করেছে। শুক্রবারের এই পরীক্ষায় SMPS-এর সাফল্য অনেকটাই নিশ্চিন্ত করেছে বিজ্ঞানীদের।
ISRO সূত্রে জানা গেছে গগনযানের ইঞ্জিনের মতোই এই প্রপালশন সিস্টেম কাজ করবে। মহাকাশে যাওয়ার পর এটি যানকে নিয়ন্ত্রণ এবং এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই যোগ্যতা পরীক্ষায় এর সঠিকভাবে উত্তীর্ণ হওয়ার গুরুত্ব অনেক।প্রপালশন সিস্টেম মহাকাশে গগনযানের কক্ষপথ ও গতি পরিবর্তন করতে সাহায্য করবে। মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যকে ত্রুটিমুক্ত করতে এই মিশনের ক্ষেত্রে ইঞ্জিনে দুই ধরণের জ্বালানি ব্যবহার করা হবে। বৃহৎ অপারেশনের জন্য তরল অ্যাপোজি মোটর থাকবে। ভারতের প্রথম মানব মহাকাশযান মিশনে যাতে কোনও ভুল ভ্রান্তি না হয় সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইসরোর তরফে এই মডেল বিভিন্ন পরিবেশে অন্তত ২৪ বার পরীক্ষা করা হয়েছে। আমেরিকা, রাশিয়া ও চিনের পর মহাকাশে মানব মিশন সফলভাবে সম্পূর্ণ করে ইতিহাসের পাতায় নাম তোলার চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ইসরো।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–