বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে — বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করে আসছেন। তবে এবার সেই দাবিকে একেবারে ভুয়ো বলে প্রমাণ করল খোদ নীতি আয়োগের একটি রিপোর্ট।
সম্প্রতি প্রকাশিত ‘সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল’-এ স্পষ্টভাবে জানানো হয়েছে, বাংলায় জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় গড়ের তুলনায় অনেক কম। ২০২৩ সালের জনসংখ্যা সংক্রান্ত তথ্য অনুযায়ী, রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র ০.৫ শতাংশ, যেখানে জাতীয় গড় ০.৯ শতাংশ।
বিশ্লেষকদের মতে, যদি সত্যিই পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের প্রধান আশ্রয়স্থল হত, তবে জনসংখ্যা বৃদ্ধির হার এত কম হতো না — বরং তা জাতীয় গড়কে ছাড়িয়ে যেত। ফলে বিজেপির এই দাবি যে একেবারেই ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, তা তথ্যপ্রমাণেই পরিষ্কার।
এ প্রসঙ্গে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বিজেপি বরাবরই অনুপ্রবেশের মিথ্যা রটনা করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়। এবার নীতি আয়োগের রিপোর্টই তাদের মুখোশ খুলে দিল। তত্ত্ব মনগড়া হতে পারে, কিন্তু তথ্য মিথ্যে কথা বলে না।”
আরও পড়ুন – ভোটমুখি বিহারে পরপর খুন! বাদ গেল না বিজেপি নেতা
_
_
_
_
_
_
_
_
_
_