Sunday, November 2, 2025

ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ থেকেই ইস্টবেঙ্গলে বিদেশিরা

Date:

প্রথম ম্যাচে না খেললেও, ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ থেকেই সব বিদেশিদের পেতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। ডুরান্ড কাপে (Durand Cup) এবার সর্ব শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। তবে সম্ভবত দ্বিতীয় ম্যাচ থেকেই বিদেশিদের দেখা যেতে চলেছে। আইএসএলের (ISL) আগে এই প্রতিযোগিতাই এখন তাদের পাখির চোখ। মরসুমের প্রথম প্রতিযোগিতা। সেখানে চ্যাম্পিয়ন হওয়াই এখন প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলের (Eastbengal)। ডুরান্ড কাপ দিয়ে এবার ভারতীয় ফুটবলের মরসুম শুরু হচ্ছে। সেখানেই চূড়ান্ত সাফল্যের লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড। এবারের ডুরান্ডে কোনওরকম খামতি রাখতে নারাজ লাল-হলুদ ব্রিগেড।

গত মরসুমে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। এরপর থেকেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। সেই থেকেই দল গড়ার কাজে নেমে পড়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। হেড অব ফুটবল হয়ে এসেছিলেন থংবোই সিংটো (Thangboi Singto)। দেশীয় থেকে বিদেশি ফুটবলারদের নিয়ে এবার বহু চমক দেখিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু জল্পনা ছিল অন্য।

ডুরান্ডে কি ইস্টবেঙ্গল (Eastbengal) তাদের পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবে। উত্তরটা হল হ্যাঁ। আগামী ১৯ কিংবা ২০ জুলাই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিতে চলেছেন অস্কার ব্রুজোঁ। কয়েকদিনের মধ্যে বিদেশি ফুটবলাররাও ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেবেন। গত রবিবার থেকেই ডুরান্ডের (Durand Cup) প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েই এবারের মরসুম শুরু করতে চায় ইস্টবেঙ্গল (Eastbengal)।

সেই মতোই চলছে জোর কদমে প্রস্তুতি। ইতিমধ্যে বিনো জর্জের তত্ত্বাবধানে চলছে ইস্টবেঙ্গলের দেশীয় ব্রিগেডের প্রস্তুতি। এই প্রতিযেগিতাতেই যে দলের শক্তি থেকে দুর্বলতা দেখে নিতে চাইছেন অস্কার থেকে থংবোই তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...
Exit mobile version