Tuesday, August 12, 2025

প্রথম ম্যাচে না খেললেও, ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ থেকেই সব বিদেশিদের পেতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। ডুরান্ড কাপে (Durand Cup) এবার সর্ব শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। তবে সম্ভবত দ্বিতীয় ম্যাচ থেকেই বিদেশিদের দেখা যেতে চলেছে। আইএসএলের (ISL) আগে এই প্রতিযোগিতাই এখন তাদের পাখির চোখ। মরসুমের প্রথম প্রতিযোগিতা। সেখানে চ্যাম্পিয়ন হওয়াই এখন প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলের (Eastbengal)। ডুরান্ড কাপ দিয়ে এবার ভারতীয় ফুটবলের মরসুম শুরু হচ্ছে। সেখানেই চূড়ান্ত সাফল্যের লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড। এবারের ডুরান্ডে কোনওরকম খামতি রাখতে নারাজ লাল-হলুদ ব্রিগেড।

গত মরসুমে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। এরপর থেকেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। সেই থেকেই দল গড়ার কাজে নেমে পড়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। হেড অব ফুটবল হয়ে এসেছিলেন থংবোই সিংটো (Thangboi Singto)। দেশীয় থেকে বিদেশি ফুটবলারদের নিয়ে এবার বহু চমক দেখিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু জল্পনা ছিল অন্য।

ডুরান্ডে কি ইস্টবেঙ্গল (Eastbengal) তাদের পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবে। উত্তরটা হল হ্যাঁ। আগামী ১৯ কিংবা ২০ জুলাই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিতে চলেছেন অস্কার ব্রুজোঁ। কয়েকদিনের মধ্যে বিদেশি ফুটবলাররাও ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেবেন। গত রবিবার থেকেই ডুরান্ডের (Durand Cup) প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েই এবারের মরসুম শুরু করতে চায় ইস্টবেঙ্গল (Eastbengal)।

সেই মতোই চলছে জোর কদমে প্রস্তুতি। ইতিমধ্যে বিনো জর্জের তত্ত্বাবধানে চলছে ইস্টবেঙ্গলের দেশীয় ব্রিগেডের প্রস্তুতি। এই প্রতিযেগিতাতেই যে দলের শক্তি থেকে দুর্বলতা দেখে নিতে চাইছেন অস্কার থেকে থংবোই তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...
Exit mobile version