Saturday, November 1, 2025

অনন্ত মহারাজকে বিজেপি থেকে সরানোর প্রক্রিয়া শুরু! শমীকের উত্তরবঙ্গ সফরে ইঙ্গিত

Date:

রাজ্য বিজেপিতে শমীক ভট্টাচার্য জমানা শুরু হতেই জায়গা ফিরে পাচ্ছেন পুরোনো বিজেপি কর্মীরা। নতুনদের সঙ্গে পুরোনোদের মেলবন্ধনের কথা মুখে বলা শমীক যে আদতে পুরোনোদের গুরুত্ব দিচ্ছেন বেশি তা দিলীপ ঘোষের প্রতি দলের আচরণেই স্পষ্ট। সেই শমীক (Shamik Bhattacharya) যে ফের সঙ্ঘের সঙ্গে বিজেপির সম্পর্ক মজবুত করার কারিগর হিসাবে কাজ করছেন তা তার উত্তর বঙ্গ সফরেই স্পষ্ট। সেই সফর থেকেই কার্যত শুরু হল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও (Ananta Maharaj) বিজেপি থেকে ছাঁটার কাজ।

বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচিত হওয়ার পরেই শমীক ভট্টাচার্য সম্পর্কে কুকথা বলেছেন। তাঁকে ‘হাফ-ম্যাড’, ‘বুরবক’ বলে দাবি করেন। প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুদার ও বিরোধী দলনেতা শুভেন্দুর হাত ধরে একেবারে রাজ্যসভার (Rajyasabha) সাংসদ পদে উঠে আসা অনন্ত যে বিজেপির মুখ পোড়াবেন তা আগে থেকেই আন্দাজ পাওয়া গিয়েছিল। তবে এবার যে তাকে বিজেপি নেতৃত্ব হিসাবে কোনও রকম পাত্তা দেওয়ার পথ থেকে সরে আসছে রাজ্য বিজেপি, তা শমীক ভট্টাচার্যের শিলিগুড়িতে আরএসএস (RSS) দফতরে বৈঠকেই প্রমাণিত।

রাজ্য সভাপতি হওয়ার পরে বৃহস্পতিবার প্রথমবার উত্তরবঙ্গে শমীক ভট্টাচার্য। এমনিতেই আরএসএস-এর সুনজরে থাকা শমীক উত্তরবঙ্গে গিয়ে যে সঙ্ঘের সদর দফতরে যাবেন তা বলা বাহুল্য। সেই সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদির রাজ্য সফরের আগে উত্তর বঙ্গে দলীয় প্রস্তুতি। সেক্ষেত্রে উত্তরের জেলাগুলির দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক স্বাভাবিক। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে গেলেও এড়িয়ে যাচ্ছেন কোচবিহার। অথচ কোচবিহারে (Coochbihar) বিজেপির সংগঠন তৃণমূল নেতার খুনের ঘটনার পরে, শীর্ষ নেতৃত্বের সফর দাবি করে। তবুও এই এড়িয়ে যাওয়ায় রাজ্য সভাপতিকে কুকথা বলা অনন্ত মহারাজকে এড়িয়ে যাওয়ার জন্যই, তা প্রমাণিত। সরাসরি অনন্ত সম্পর্কে কোনও কথা না বলে দলীয় ভাবেই জবাব দেওয়ার পথে শমীক।

আরও পড়ুন: Petrol Diesel price: অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

একসময় উত্তরবঙ্গে রাজবংশী ভোট টানতে অনন্ত মহারাজকে দলে নিয়েছিলেন সুকান্ত-শুভেন্দু। কিন্তু তৃণমূল সরকারের উন্নয়নে আস্থা রাখা রাজবংশীরা বিজেপির দিকে ঝুঁকে যাননি। কার্যত অনন্ত মহারাজকে (Ananta Maharaj) দলে নিয়ে কাঁটা গেলার অবস্থা বিজেপির। রাজ্য সভাপতি হয়ে তাই প্রথমে সেই কাঁটা উপড়ানোর পথেই শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বৃহস্পতিবার শিলিগুড়ির আরএসএস সদর দফতর মাধব ভবনে বৈঠকে আরএসএস স্মরণাপন্ন হয়েই রাজবংশী কাঁটা উপড়ানোর কৌশলের সন্ধানে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...
Exit mobile version