Tuesday, November 4, 2025

মহাকাশে শুরু হয়েছে অ্যাক্সিয়ম-৪ এর পৃথিবীতে ফেরার প্রক্রিয়া। সোমবারই পৃথিবীর পথে পাড়ি শুভাংশু শুক্লা-সহ (Shubhangshu Shukla) চার মহাকাশচারীর। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার সকালে পৃথিবী ছোঁবে ভারতের প্রথম আন্তর্জাতিক স্টেশনে (ISS) সফরকারি।

প্রায় ৬৫ মিলিয়ন ডলার খরচ করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS) পাঠানো হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট শুভাংশু শুক্লাকে। রাকেশ শর্মার (Rakesh Sharma) প্রায় ৪০ বছর পরে কোনও ভারতীয়কে মহাকাশে পাঠানো নিয়ে উত্তেজনা ছিল গোটা দেশেই। তার সেই সফর সব দিক থেকে নিশ্চয়তা দিয়েছে। এবার নির্বিঘ্নে ফেরার পালা।

ভারতীয় মহাকাশযান গগনযান (Gaganjaan) মানুষসহ মহাকাশে পাড়ি দেওয়ার প্রস্তুতি হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট শুভাংশু শুক্লাকে নাসার (NASA) মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছিল। এখনও পর্যন্ত তিনি প্রমাণ করেছেন গগনযানে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য তিনি প্রস্তুত। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ পৃথিবীর পথে রওনা দেবে অ্যাক্সিয়ম-৪ (Axiom-4)। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণের আশা শুভাংশু-সহ চারজনের।

আরও পড়ুন: অগ্রগতিতে অগ্রণী: তথ্য দিয়ে প্রমাণ তৃণমূলের

সোমবার মহাকাশে আনডকিং (undocking) প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় আধঘন্টা সরাসরি সম্প্রচার করা হবে নাসা-র তরফে। ভারতীয় সময় সাড়ে চারটে নাগাদ এই সম্প্রচার হবে। মঙ্গলবার ভোর তিনটে নাগাদ পৃথিবীর ছোঁবে চার মহাকাশচারীর মহাকাশযান। এরপর প্রায় সাত দিন পৃথিবীর মাধ্যাকর্ষণ ও বায়ুমণ্ডলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রিহ্যাবে থাকতে হবে শুভাংশুদের।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version