নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে গাঙ্গেয় দক্ষিণ বঙ্গে। সোম ও মঙ্গলে দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির (severe rain) পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আর তারই পথ ধরে বৃষ্টির সুদিন ফেরার অপেক্ষায় উত্তরের জেলাগুলি। চলতি বর্ষায় যেভাবে বৃষ্টি দেখছে দক্ষিণের জেলাগুলি, সেই স্বাদ থেকে বঞ্চিত উত্তরের জেলাগুলি। তবে সাম্প্রতিক নিম্নচাপে বৃষ্টির পূর্বাভাস (forecast) রয়েছে উত্তরের সব জেলাতেই।
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গে নিম্নচাপের দাপট সোমবার থেকে। রবিবার রাত থেকেই বিভিন্ন এলাকায় বিরামহীন বৃষ্টি। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টির (heavy rain) পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে রয়েছে অতি ভারী বৃষ্টির (severe rain) পূর্বাভাস।
সোমবার এই নিম্নচাপের (depression) জেরে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের (fishermen) সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতাতেও দিনভর আকাশ মেঘলা। সকাল থেকে কখনও ঝিরঝিরে, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি শহর ও শহরতলিতে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে।
দক্ষিণের জেলাগুলির বৃষ্টির প্রভাব উত্তরের জেলাগুলিতেও পড়ার পূর্বাভাস। এপর্যন্ত পূর্বাভাস বারবার হলেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় সেভাবে বৃষ্টি হয়নি। বর্ষার বৃষ্টি এই তিনজেলাতেই এবছর কম রয়েছে। বিভিন্ন এলাকায় চা চাষে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। তবে সোমবার নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মঙ্গলবার মালদহ, উত্তর দিনাজপুরেও বৃষ্টির সতর্কতা রয়েছে।
আরও পড়ুন: ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ৩, শওকতের মিছিলের ডাক
মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে এভাবেই বৃষ্টির সতর্কতা থাকছে। মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। মঙ্গলবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা।
–
–
–
–
–
–
–
–