Monday, August 11, 2025

অনন্ত মহারাজকে বিজেপি থেকে সরানোর প্রক্রিয়া শুরু! শমীকের উত্তরবঙ্গ সফরে ইঙ্গিত

Date:

Share post:

রাজ্য বিজেপিতে শমীক ভট্টাচার্য জমানা শুরু হতেই জায়গা ফিরে পাচ্ছেন পুরোনো বিজেপি কর্মীরা। নতুনদের সঙ্গে পুরোনোদের মেলবন্ধনের কথা মুখে বলা শমীক যে আদতে পুরোনোদের গুরুত্ব দিচ্ছেন বেশি তা দিলীপ ঘোষের প্রতি দলের আচরণেই স্পষ্ট। সেই শমীক (Shamik Bhattacharya) যে ফের সঙ্ঘের সঙ্গে বিজেপির সম্পর্ক মজবুত করার কারিগর হিসাবে কাজ করছেন তা তার উত্তর বঙ্গ সফরেই স্পষ্ট। সেই সফর থেকেই কার্যত শুরু হল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও (Ananta Maharaj) বিজেপি থেকে ছাঁটার কাজ।

বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচিত হওয়ার পরেই শমীক ভট্টাচার্য সম্পর্কে কুকথা বলেছেন। তাঁকে ‘হাফ-ম্যাড’, ‘বুরবক’ বলে দাবি করেন। প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুদার ও বিরোধী দলনেতা শুভেন্দুর হাত ধরে একেবারে রাজ্যসভার (Rajyasabha) সাংসদ পদে উঠে আসা অনন্ত যে বিজেপির মুখ পোড়াবেন তা আগে থেকেই আন্দাজ পাওয়া গিয়েছিল। তবে এবার যে তাকে বিজেপি নেতৃত্ব হিসাবে কোনও রকম পাত্তা দেওয়ার পথ থেকে সরে আসছে রাজ্য বিজেপি, তা শমীক ভট্টাচার্যের শিলিগুড়িতে আরএসএস (RSS) দফতরে বৈঠকেই প্রমাণিত।

রাজ্য সভাপতি হওয়ার পরে বৃহস্পতিবার প্রথমবার উত্তরবঙ্গে শমীক ভট্টাচার্য। এমনিতেই আরএসএস-এর সুনজরে থাকা শমীক উত্তরবঙ্গে গিয়ে যে সঙ্ঘের সদর দফতরে যাবেন তা বলা বাহুল্য। সেই সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদির রাজ্য সফরের আগে উত্তর বঙ্গে দলীয় প্রস্তুতি। সেক্ষেত্রে উত্তরের জেলাগুলির দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক স্বাভাবিক। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে গেলেও এড়িয়ে যাচ্ছেন কোচবিহার। অথচ কোচবিহারে (Coochbihar) বিজেপির সংগঠন তৃণমূল নেতার খুনের ঘটনার পরে, শীর্ষ নেতৃত্বের সফর দাবি করে। তবুও এই এড়িয়ে যাওয়ায় রাজ্য সভাপতিকে কুকথা বলা অনন্ত মহারাজকে এড়িয়ে যাওয়ার জন্যই, তা প্রমাণিত। সরাসরি অনন্ত সম্পর্কে কোনও কথা না বলে দলীয় ভাবেই জবাব দেওয়ার পথে শমীক।

আরও পড়ুন: Petrol Diesel price: অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

একসময় উত্তরবঙ্গে রাজবংশী ভোট টানতে অনন্ত মহারাজকে দলে নিয়েছিলেন সুকান্ত-শুভেন্দু। কিন্তু তৃণমূল সরকারের উন্নয়নে আস্থা রাখা রাজবংশীরা বিজেপির দিকে ঝুঁকে যাননি। কার্যত অনন্ত মহারাজকে (Ananta Maharaj) দলে নিয়ে কাঁটা গেলার অবস্থা বিজেপির। রাজ্য সভাপতি হয়ে তাই প্রথমে সেই কাঁটা উপড়ানোর পথেই শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বৃহস্পতিবার শিলিগুড়ির আরএসএস সদর দফতর মাধব ভবনে বৈঠকে আরএসএস স্মরণাপন্ন হয়েই রাজবংশী কাঁটা উপড়ানোর কৌশলের সন্ধানে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

spot_img

Related articles

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ফের বিজেপিশাসিত ওড়িশায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল কিশোরী!

চলতি মাসে ওড়িশায় (Odisha) গায়ে আগুন লাগানোর ঘটনা মোট চার। যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে। সোমবার ওডিশার...

মর্মান্তিক! রেললাইনে উদ্ধার এক শিশুসহ ৩ মহিলার মৃতদেহ

সোমবার ভোরে পুরুলিয়ার (Puruliya) সুইসা স্টেশনের কাছে রেললাইনের উপর থেকে তিন মহিলার দেহ উদ্ধার করল রেল পুলিশ। মৃতরা...

কমিশনের অভিযোগের তদন্ত শুরু রাজ্যের, নির্বাচনের কাজ থেকে অব্যাহতি ২ আধিকারিককে: জানালেন পন্থ

ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। আপাতত...