বিজেপি সরকারের হেনস্থার শিকার দিল্লির (Delhi) বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনির বাঙালিদের হয়ে এবার একদিনের প্রতীকী ধর্না শুরু করল তৃণমূল (TMC)। সোমবার, তৃণমূলের ৪ সাংসদ- দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে ধর্নায় বসেছেন। পরে যোগ রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের (Derek O’Brian)। মঙ্গলবার, দুপুর পর্যন্ত ধর্না চলবে।
বাংলা বিরোধী বিজেপি (BJP) রাজধানী দিল্লিতে বসন্ত কুঞ্জের জয়হিন্দ কলোনির (Jai hind Colony) বাঙালিদের ন্যূনতম নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়েছে। বাঙালি বাসিন্দাদের কার্যত ‘শায়েস্তা’ করতে রেখা শর্মার (Rekha Sharma) প্রশাসন বন্ধ করেছে জল-বিদ্যুত। উচ্ছেদের হুমকিও দেওয়া হয়। এই পরিস্থিতি রবিবার বাঙালি পরিবারগুলির সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। সরেজমিনে তদন্ত চালান তাঁরা।
জয় হিন্দ কলোনির বাঙালিদের সমর্থনে এদিন থেকে ধর্নায় বসেছেন তৃণমূল (TMC) সাংসদরা। একদিনের এই প্রতীকী ধর্না চলবে মঙ্গলবার দুপুর পর্যন্ত।
আরও খবর: ছিঃ বিজেপি! শহিদ শ্রদ্ধায় মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন বাধা-ধস্তাধস্তি কাশ্মীরে!
–
–
–
–
–
–
–
–
–
–
–