Friday, July 18, 2025

সবুজসাথীর একাদশ দফায় সাইকেল পাচ্ছে ১২ লক্ষ পড়ুয়া! নভেম্বরের মধ্যে বণ্টন সম্পূর্ণের লক্ষ্য

Date:

সবুজসাথী প্রকল্পের একাদশ দফায় রাজ্যের প্রায় ১২ লক্ষ স্কুল পড়ুয়া এবার সাইকেল পেতে চলেছে। অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে, স্কুলগুলোর তরফে পাঠানো নামের তালিকা পোর্টালে আপলোড হওয়ার পর এই সংখ্যা চূড়ান্ত করা হয়েছে। নভেম্বর মাসের মধ্যেই সম্পূর্ণ বণ্টন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকার ইতিমধ্যেই দ্বাদশ দফার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তাই একাদশ দফার কাজ দ্রুত শেষ করতে বদ্ধপরিকর প্রশাসন। ইতিমধ্যে ১৫ লক্ষ সাইকেলের টেন্ডার ডাকা হয়েছে এবং অতিরিক্ত ৩ লক্ষ সাইকেল অর্ডার দেওয়া হয়েছে, যাতে কোথাও ঘাটতি দেখা দিলে বা যান্ত্রিক ত্রুটি হলে দ্রুত প্রতিস্থাপন করা যায়।

দফতরের পরিকল্পনা, দুর্গাপুজোর আগেই সাইকেল বিতরণ শুরু করা হবে। নির্দিষ্ট এজেন্সি থেকে সাইকেল রাজ্যে এসে পৌঁছালে দ্রুত তা জেলা ভিত্তিক পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই জুন মাসেই বিভিন্ন জেলায় পড়ুয়াদের তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে, যা সাধারণত আগস্টে হয়ে থাকে। এই আগাম প্রস্তুতি থেকেই স্পষ্ট, রাজ্য সরকার এবারের দফাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

সবচেয়ে বেশি সাইকেল যাবে দুই ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলায়, যেখানে লক্ষাধিক পড়ুয়া এই সুবিধা পাবে। অধিকাংশ জেলায় ৫০ থেকে ৭৫ হাজার সাইকেল বিতরণের পরিকল্পনা রয়েছে।দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “নভেম্বরের মধ্যে একাদশ দফা শেষ করতে পারলে আমরা দ্বাদশ দফার কাজ শুরুর জন্য পুরোপুরি প্রস্তুত থাকব। রাজ্যের অনুমোদন পেলেই নতুন পর্যায়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে।” বিশেষজ্ঞদের মতে, সবুজসাথী প্রকল্প রাজ্যের শিক্ষার্থীদের জন্য এক নিরবিচ্ছিন্ন সহায়তার প্রতীক হয়ে উঠেছে। এই সাইকেল বিতরণ শুধুমাত্র যাতায়াতের সুবিধা নয়, শিক্ষার ধারাবাহিকতা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

আরও পড়ুন – “পঞ্চায়েতের” সচিবজি বাস্তবের মহোরিয়ায় হরিশ যোশী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আগ্রহ বাংলার স্বাস্থ্যব্যবস্থায়! মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে রাজ্যে ফিরতে চান প্রবাসী চিকিৎসকরা 

বাংলার স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশকে পথ দেখাচ্ছে। তাই অগুনতি প্রবাসী-বাঙালি চিকিৎসক বাংলায় এসে স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নতি সাধনে...

স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় যুবতী, চাঞ্চল্য শান্তিপুরে

ষাটের দশকের উত্তম-সুচিত্রার ‘হারানো সুর’-এ যেমন স্ত্রীর লড়াইয়ে ফিরে আসে স্বামীর স্মৃতি, তেমনই বাস্তব জীবনের এক অসামঞ্জস্যপূর্ণ ও...

কাঁথিতে বিজেপি বনাম বিজেপি! বেহাল রাস্তা ঘিরে পঞ্চায়েতে হাতাহাতি, চাঞ্চল্য এলাকায়

শাসকের বিরুদ্ধে লড়াইয়ের বদলে এবার নিজের দলের মধ্যেই তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপি। বৃহস্পতিবার কাঁথির এক পঞ্চায়েতে রাস্তার দুরবস্থা-সহ...

‘এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?’ আদালত অবমাননার মামলায় ভর্ৎসনার শিকার চাকরিপ্রার্থীরা

'এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?' আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার ঠিক এভাবেই ভর্ৎসনার শিকার...
Exit mobile version