Tuesday, August 12, 2025

সকল বাধা ছিন্ন করে জাগব: একুশে জুলাইয়ের শহিদ স্মরণে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট মমতার

Date:

সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে বুকের ভাঙা পাজর সরিয়ে…। একুশে জুলাই শহিদ স্মরণ তৃণমূল কংগ্রেসের (TMC)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এসে আগামী সোমবার জড়ো হবেন কলকাতার রাস্তায়। মঞ্চে বক্তব্য রাখবেন বহু তৃণমূল (TMC) নেতা-সহ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার একুশে জুলাই নিয়ে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গানে রয়েছে, “বাংলা জাগবে বিশ্বের ভোরে সকল বাধা ছিন্ন করে, জাগবে যৌবন নতুন সুরে, বৈশাখে দুরন্ত, অশান্ত ঝড়ে, মুছে যাক, যত আজ দুঃখ যে অন্তরে… ভেঙে যাওয়া মোহনার স্বপ্নকে সঞ্চয় করে… বিশ্ববাংলা আসবে বাংলার দ্বারে, বুকের ভাঙা পাঁজর, বাংলা জাগবে বিশ্বের ভোরে, সকল বাঁধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে বুকের ভাঙা পাজর সরিয়ে… দূরে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি, স্পন্দনে আসবে স্বপ্নের হাতছানি… আকাঙ্খা নয় চাই জীবনের এই ভাষা ওই সূর্যোদয়ে চাই নিত্য প্রত্যাশা, সব বাধা বিপদ ছিন্ন করে, বাংলা জাগবে বিশ্বের ভোরে সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে…”

কেন এই একুশে জুলাই?‌ পুলিশের গুলিতে ঝাঁজরা হয়ে যান ১৩ জন কংগ্রেস কর্মী। রক্তে লাল হয়ে যায় কলকাতার রাজপথ। গুরুতর আহত হয় হাসপাতালে ভর্তি হতে হয় তৎকালীন যুব কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শহিদরা হলেন বন্দনা দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মহম্মদ খালেক, ইনু।

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version