সায় মিলেছে সুপ্রিম কোর্টের (American Supreme Court), আমেরিকায় কেন্দ্রীয় শিক্ষা দফতর (Central Education Department of USA) তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে আর কোনও বাধা নেই ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সরকারের। সোমবার মার্কিন প্রশাসনের তরফ থেকে সুপ্রিম কোর্টে এই মামলার জরুরি শুনানি করা হয়। পাশাপাশি শিক্ষা দফতরের ১৪০০ কর্মীকে পুনর্বহালের যে রায় নিম্ন আদালত দিয়েছিল তাতেও স্থগিতাদেশ জারি করা হয়েছে।

দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে অঙ্গরাজ্যের হাতে তিনি শিক্ষা ফিরিয়ে দিতে চান। মার্চ মাসে প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই-এর পরিকল্পনাও করা হয়। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট আইনের সীমার মধ্যে শিক্ষা বিভাগকে যতটা সম্ভব বন্ধ করা যায় সেই নির্দেশ কার্যকর করার কথা বলেছিলেন। এর বিরোধিতা করে আদালতে যায় বেশ কয়েকটি অঙ্গরাজ্য এবং শিক্ষক ইউনিয়ন। তাদের অভিযোগ ছিল এইভাবে শিক্ষা বিভাগ বন্ধের সিদ্ধান্ত সাংবিধানিক ক্ষমতা লঙ্ঘনের সমান। পরে নিম্ন আদালত ছাঁটাই করা কর্মীদের পুনর্বহালের নির্দেশ দিলেও সেই রায় সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় মাত্র ১৩ শতাংশ তহবিল আসে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, বাকি অর্থ আসে অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ থেকে। ট্রাম্প ক্ষমতায় ফিরে এসে প্রশাসনকে সরকারি খরচ কমানোর নির্দেশ দেন। নিম্ন আদালত জানিয়েছিল কর্মী ছাঁটাই করলে কেন্দ্রীয় শিক্ষা দফতর আইনি দায়িত্ব পালন করতে পারবে না। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিরা এই যুক্তিকে গুরুত্ব দেয়নি। সোমবার শুনানিতে তিন উদার পন্থী বিচারপতি অবশ্য শীর্ষ আদালতে সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তবে কূটনৈতিক মহল মনে করছে কোর্টের রায়ের পর এবার সরকারি কর্মী কমানোর পরিকল্পনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে ট্রাম্প প্রশাসন।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–