বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের আক্রমণের প্রতিবাদে বুধবার রাজপথে মিছিল করেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারম সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূল নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। তুমুল বৃষ্টি উপেক্ষা করে স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং মিছিলে পা মেলান মমতা-অভিষেক। সঙ্গে ছিলেন তৃণমূলের প্রথমসারির নেতৃত্ব, নেতা, কর্মী, সমর্থকরা। বৃষ্টিস্নাত মিছিলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান অভিষেক।

নিজের সোশ্যাল মিডিয়া পেজে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন,
“বাংলা ভাষা এবং বাঙালির সম্মান রক্ষার লড়াইয়ে, মসুলধারে বৃষ্টির উপেক্ষা করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাঁরা মহামিছিলে পা মেলালেন, তাঁদের সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বিজেপি-শাসিত রাজ্যগুলিতে নিরন্তর বাংলাভাষী শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার এবং ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে তাঁদের আটক করা হচ্ছে। এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়।”

এরপরে বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতির কথা তুলে ধরে অভিষেক লেখেন,
“এই বাংলার পুণ্য মাটি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের। এই বাংলার ভূমি দেশের স্বাধীনতা সংগ্রামে শহিদ হওয়া বীর যোদ্ধাদের। বিজেপির মনে রাখা উচিত যে, ‘বাংলা ভাষার অপমান – বাংলার অপমান’। বাংলাভাষী শ্রমিকদের নিপীড়নের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের দল বদ্ধপরিকর। বিজেপি-শাসিত রাজ্যে গণতন্ত্র ভূলুণ্ঠিত। আমার বিশ্বাস, দুর্বৃত্ত-সম বিজেপির দানবিক দলকে আগামী নির্বাচনে উৎখাত করবে বাংলার সাধারণ মানুষ।”

এদিন বেলা পৌনে দুটো নাগাদ কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ডোরিনা ক্রসিং-এ। প্রথমে ঠিক ছিল এস এন ব্যানার্জি রোড ধরে যাবে মিছিল। পরে মুখ্যমন্ত্রী নির্দেশে লেনিন স্মরণে হয়ে ডোরিনা ক্রসিং পৌঁছয় প্রতিবাদ মিছিল। সামনের সারিতে মমতা, অভিষেক ছাড়াও ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ রায়, শশী পাঁজা, সুজিত বসু, দোলা সেন, কৃষ্ণা চক্রবর্তী, সব্যসাচী দত্ত, সায়নী ঘোষ, উদয়ন গুহ, নয়না বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের নেতৃত্ব। তুমুল বৃষ্টি হচ্ছে তখন। সেই মুষলধারে বৃষ্টি মাথায় হাঁটেন মমতা, অভিষেকরা। ভিজে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক।

আরও পড়ুন- লুধিয়ানায় বন্দি চাঁচলের ৬ শ্রমিক! পরিবারের পাশে প্রশাসন

_

_

_

_

_

_
_
_
_
_