Wednesday, August 20, 2025

শুক্রবার নরেন্দ্র মোদির বঙ্গসফরের আগে বিজেপির বাংলা বিরোধী মুখোশ মিছিলে জনজোয়ার তুলে খুলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নির্বিচারে যেভাবে গ্রেফতার, হেনস্থা, মারধর ও বাংলাদেশে পুশ ব্যাক (push back) করা হয়েছে, আজও তার জবাব দিতে পারেনি বাংলা বিরোধী বিজেপি। শুক্রবার নরেন্দ্র মোদি কার্যত সেই জবাব দিতেই আসছেন, স্পষ্ট করে দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। যেভাবে বিজেপির বাংলা বিরোধী হিসাবে মুখ পুড়তে শুরু করেছে, বাংলার মানুষও অপেক্ষা করছেন দেশের প্রধানমন্ত্রী সেই বাংলাতেই এসে কী জবাব দেন, তা শোনার জন্য।

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বাংলা বিরোধিতার স্বরূপ খুলে দিয়েছে তৃণমূল। দিশাহারা বিজেপি নরেন্দ্র মোদির সভার আগে মুখ বাঁচাতেই ব্যস্ত। তবে দুর্গাপুরের সভা থেকে মোদি (Narendra Modi) যে বিজেপির বাংলাবিরোধী তকমা মোছার কাজই করবেন মূলত, তা স্পষ্ট করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উত্তরবঙ্গ সফরে রাজ্য সভাপতির গলার কাঁটা সেই বাংলা বিরোধী তকমাই।

শমীক ভট্টাচার্য দাবি করেন, তৃণমূলের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক (migrant labour) যারা বিভিন্ন জায়গায় কাজ করবেন তারা বিপদে পড়বেন। কার্যত তিনি স্বীকার করে নেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা বিপদগ্রস্ত। যদিও বাংলাদেশি অনুপ্রবেশকারী (illegal immigrants) তাড়াতে ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালির উপর যে নির্যাতন চলছে তার কোনও জবাব দিতে পারেননি শমীক।

সেই সঙ্গে তিনি দাবি করেন, উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদের ভারতীয় মুসলমান পরিযায়ী শ্রমিকরা বলছেন, বাংলাদেশি নাগরিকদের ভুয়ো আধার দেওয়া বন্ধ করুন। তাঁরা বিপদে পড়ছেন। অর্থাৎ সীমান্তে বিএসএফ-এর (BSF) দুর্বলতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভুল নীতিতে যে ভারতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছেই তা নিজেই স্বাকীর করে নেন বিজেপি রাজ্য সভাপতি।

আরও পড়ুন: নদী পার হওয়ার সময় আচমকা হড়পা বান! কোনক্রমে বাঁচলেন বাসযাত্রীরা

বিজেপি রাজ্য সভাপতি সাংবাদিক বৈঠকে জানান, সমস্ত সচেতন বাঙালিদের বলছি আমরা প্রথমে ভারতীয় তারপরে বাঙালি। কার্যত যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার চলছে, তাকেই জাতীয়তাবাদের মোড়কে সাফাই দেওয়ার চেষ্টা করা হয় রাজ্য বিজেপির তরফে। সেখানেই অপেক্ষা শুক্রবারের। যে বঙ্গবিরোধী বিজেপির স্বরূপ খুলে দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস, সেই উত্তরই দুর্গাপুরের সভা থেকে মোদি (Narendra Modi) দেবেন। বাংলার জন্য কেন্দ্রীয় বরাদ্দের বিষয়ে আজও নিরুত্তর মোদির থেকে অর্থের দাবি করা যে বাতুলতা বুঝে গিয়েছেন বাংলার মানুষ। কীভাবে তিনি রাজ্যে রাজ্যে বাঙালিদের হেনস্থার সাফাই দেবেন তারই অপেক্ষায় রাজ্য বিজেপি। ২০২৬-এর নির্বাচনে সেই পথে এগোবেন বঙ্গ বিজেপির নেতারা।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version