বুধের সকালের রাজধানীতে বোমাতঙ্ক (Bomb threat in delhi schools) । ইমেইল করে দিল্লির নামী ৫ স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। জানা গেছে এদিন দিল্লির দ্বারকার সেন্ট থমাস স্কুল ও বসন্ত ভ্যালি স্কুল, মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলে বোমা মেরে ওড়ানোর হুমকি দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ দ্রুত দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বোমা স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল স্কুলগুলি খালি করে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কে বা কারা এই ধরনের হুমকি মেল পাঠাল তার তদন্ত শুরু হয়েছে। তবে সকাল সকাল এমন ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া-অভিভাবক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা এমনকি স্থানীয়দের মনেও। এই নিয়ে গত তিন দিনে দিল্লির ১০টি কলেজ ও স্কুলে একইরকম হুমকি মেল পাঠানো হল। বারবার একই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–