‘সিবিআই অফিসার’ পরিচয় দিয়ে বেঙ্গালুরুর বিদ্যুৎ দফতরের কর্মীকে ডিজিটাল অ্যারেস্ট। ১১ লক্ষ টাকার প্রতারণা শিকার কর্নাটকের কেলাগেরের বাসিন্দা কুমার (Kumar) অবসাদগ্রস্থ হয়ে আত্মহত্যা করলেন নিজের বাড়ির কাছেই। দেশে সম্ভবত প্রথমবার ডিজিটাল অ্যারেস্টের জেরে আত্মহননের ঘটনা ঘটল। বুধবার সকালে ওই যুবকের বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পাশে পড়ে থাকা সুইসাইড নোট থেকে জানা গিয়েছে আত্মহত্যার কারণ।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবক বেঙ্গালুরুর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি বা বেসকমে চাকরি করতেন। সম্প্রতি ওই বিদ্যুৎ দফতরের কর্মীর কাছে উড়ো ফোন আসে। সিবিআই অফিসার পরিচয় দিয়ে তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে চলতে থাকে ধমক-চমক।প্রথম দফায় ১ লক্ষ ৯৫ হাজার টাকা পাঠাতে বলা হয় তাঁকে। এরপর দফায় দফায় টাকা ট্রান্সফার করতে বাধ্য করা হয়। ভয় দেখিয়ে প্রায় ১১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থল থেকে যে সুইসাইড নোট উদ্ধার করেছে সেখানে লেখা রয়েছে,‘‘আমি হুমকি পেতে পেতে ক্লান্ত। আমি নিজেকে শেষ করে দিচ্ছি। কারণ এই হেনস্থা আর সহ্য হচ্ছে না। মানসিক এবং শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছি।’’ যে নম্বর থেকে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়, সেই নম্বরও চিঠিতে লিখে গিয়েছেন ওই যুবক। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–