Monday, August 11, 2025

বাংলার সংস্কৃতির একটা বড় অংশ বাংলাদেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেই সম্পদেও হাত পড়েছে বাংলাদেশের বর্তমান স্বৈরাচারী অন্তর্বর্তী সরকারের। সত্যজিৎ রায় (Satyajit Ray), উপেন্দ্র কিশোর রায়চৌধুরির পৈতৃক বাড়ি সংস্কারের নামে ভেঙে ফেলার প্রতিবাদে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি ভারত সরকারকে বিষয়টিতে নজর দেওয়ার দাবি জানিয়েছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) তরফে বাংলাদেশ সরকারকে এই বাড়ির সংস্কার ও সেখানে সংগ্রহালয় (museum) তৈরিতে সহযোগিতার বার্তা দেওয়া হল।

বাংলাদেশের ময়মনসিংহ (Mymensingh) শহর বাংলার ইতিহাসের বহু বিবর্তন ও বিপ্লবের সাক্ষী। তার মধ্যে অন্যতম উপেন্দ্রকিশোর রায় চৌধুরির পৈতৃক বাড়ি। বাংলাদেশ শিশু একাডেমির বাড়ি তৈরির নাম করে তা ভাঙতে শুরু করেছে বাংলাদেশ সরকার। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হল, চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায় ও তাঁর পিতামহ প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরির পৈতৃক বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে ভাঙার কাজ হচ্ছে, যা অত্যন্ত দুঃখের বিষয়। এই বাড়িটি বাংলাদেশ (Bangladesh) সরকারের সম্পত্তি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যেভাবে এই বাড়ির সঙ্গে বাংলার ও ভারতের ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করেছিলেন, সেভাবেই বাড়িটির গুরুত্বের কথা উল্লেখ করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। জানানো হয়, বাংলার সাংস্কৃতির নবজাগরণের অন্যতম অংশ এই বাড়িটি। তাই এই বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্তের পুণর্বিবেচনা করা উচিত। সেই সঙ্গে বাড়িটিকে মেরামতি ও পুণর্গঠনের মাধ্যমে সেখানে যাতে একটি সংগ্রহালয় (museum) তৈরি করা যায়, সেই চেষ্টা করা উচিত যেখানে সাহিত্যের সংগ্রহ ও ভারত-বাংলাদেশের সাহচর্যের প্রতীক হিসাবে তুলে ধরার কথা ভাবা উচিত।

আরও পড়ুন: বিজেপি সরকারের বাংলা-বাঙালি বিদ্বেষের প্রতিবাদে আজ রাজপথে মমতা- অভিষেক

উপেন্দ্রকিশোরের পৈতৃক বাড়িতে সংগ্রহালয় তৈরির মধ্যে দিয়ে নতুন করে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের প্রয়াস চালাতে চায় মোদি সরকার, তা এই বিজ্ঞপ্তিতে যথেষ্ট স্পষ্ট। সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে ভারতে যে ধরনের বৈরিতার বাতাবরণ বিজেপির নেতারাই তৈরি করেছেন, তাতে বাংলাদেশের (Bangladesh) সঙ্গে যে কোনও পরিস্থিতিতে সম্পর্ক মেরামতির পথ খুঁজছিল ভারত সরকার। তাই সংগ্রহালয় (museum) তৈরিতে বাংলাদেশ সরকারকে সহযোগিতার বার্তা দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে।

Related articles

ভেঙ্গসরকারের প্রশ্নের মুখে বুমরাহ, আগরকর

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার (Dilip...

Petrol Diesel price: অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

১১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ১১ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০১৪৫ ₹     ১০১৪৫০ ₹ খুচরো পাকা সোনা   ১০১৯৫...

ভাবতেই পারি না আমার বিচ্ছেদ হবে: প্রথম বিচ্ছেদের পর অন্য সুর রাজের

বিচ্ছেদ করেই নতুন সম্পর্কে জড়িয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakroborty)। এর আগে শতাব্দী মিত্রের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।...
Exit mobile version