Sunday, December 7, 2025

‘চণ্ডালিকা’য় হিন্দি গানের ফিউশন, রিয়ালিটি শোয়ে মমতাশঙ্করের মন্তব্য ঘিরে বিতর্ক

Date:

Share post:

রিয়ালিটি শোয়ের মঞ্চে নৃত্য নিবেদনে বিশ্বকবির ‘চণ্ডালিকা’ পরিবেশনায় হিন্দি গানের ফিউশন যোগ করায় বেজায় চটলেন কিংবদন্তি অভিনেত্রী মমতাশঙ্কর (Mamata Shankar) । সম্প্রতি ডান্স বাংলা ডান্সের (DBD) মঞ্চে বিশেষ এক পর্বে হাজির হয়ে অভিনেত্রী দেবলীনা দত্তের  নৃত্য উপস্থাপনা দেখে ক্ষুব্ধ হয়েছেন ‘মৃগয়া’ অভিনেত্রী। আসলে রবীন্দ্র নৃত্যনাট্যের সঙ্গে হিন্দি গান জুড়ে সৃজনশীল ফিউশন পারফর্ম করেন দেবলীনা। এতে ‘চণ্ডালিকা’কে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মমতাশঙ্কর। এরপর সোশ্যাল মিডিয়ায় বিতর্কের বন্যা।

জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মঞ্চে নৃত্য বা সংগীত পরিবেশনার সময় একাধিক এক্সপেরিমেন্ট করা হয়। অনেকের এটা পছন্দ হয়, অনেকে আবার সমালোচনা করেন। কিন্তু এবার বিষয়টি মাত্রা ছাড়িয়েছে বলে মনে করছে টলিপাড়ার একাংশ। মঙ্গলবার একটি ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে মমতাশঙ্কর বলেন, “আমি কীভাবে সবার কাছে প্রমাণ করব জানি না। যাঁরা আমাকে চেনেন তাঁরা হয়তো বুঝবেন আমি যেটা মন থেকে বিশ্বাস করি তা আমি বিশ্বাস করি। আপনারা সম্প্রতি একটি পর্ব দেখেছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর। আমি একেবারেই সেদিন সেটা পছন্দ করিনি। এমনকী আমি সেটা মঞ্চে ওই উপস্থাপনার পর বলেছি। কিন্তু সম্প্রচারের পর দেখলাম আমার সেই অংশটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “আমি কখনওই কোনও রিয়ালিটি শোয়ে বিচারকের আসনে বসতে চাই না।অনেকেই আমাকে এই ঘটনার পর আক্রমণ করেছেন। তাঁদের আমি কীভাবে বোঝাব জানি না। তবে এটুকু বলতে পারি আমার নাচের স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী জানেন যে আমি ঠিক কীরকম উপস্থাপনা পছন্দ করি।” এই বিষয়ে এখনও পর্যন্ত দেবলীনার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

spot_img

Related articles

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...

সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল এবার ডুয়ার্সে! চিতাবাঘ-আতঙ্কে নতুন উদ্যোগ বন দফতরের

চিতাবাঘ-মানুষ সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান ঘেঁষা গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে...

ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, প্রযুক্তি ও ঐতিহ্যের এক...