Monday, December 8, 2025

বেকারত্বের হার বেড়ে হাহাকার দেশজুড়ে! ফাঁস মোদির জুমলাবাজি

Date:

Share post:

কোথায় গেল বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি? ১১ বছর ধরে শুধুই জুমলাবাজি করে গেল মোদি সরকার। চাকরি নেই, কর্মসংস্থানের দিশা নেই। যুবসমাজে হাহাকার। দেশে বেকারত্বের হার (unemployment rate) বেড়ে ১৫.৩ শতাংশ! কেন্দ্রের রিপোর্টেই ফাঁস হয়ে গিয়েছে মোদি সরকারের মিথ্যাচার।

২০১৩ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকার কেন্দ্রে যখন ক্ষমতায় আসে, তখন গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরি দেবে। যদিও গত ১১ বছরে সেই ‘জুমলা’ ফাঁস হয়ে গিয়েছে। দেশে ক্রমশ বেড়েছে বেকারত্বের হার (unemployment rate)। সম্প্রতি দেশের কর্মসংস্থান নিয়ে ভয়াবহ রিপোর্ট সামনে এসেছে। খোদ মোদি সরকারের রিপোর্টই বলছে, জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যেখানে দেখা যাচ্ছে, দেশের যুবসমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩ শতাংশ।

আরও পড়ুন: মালদার মৃত কিশোরের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তে অনুমতি হাইকোর্টের

কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশের সামগ্রিক বেকারত্বের হার ৫.৩ শতাংশ। গত এপ্রিল মাসে ছিল ৫.১ শতাংশ। উদ্বেগ দেশের ১৫-২৯ বছর বয়সি যুবকদের মধ্যে বেকারত্বের হারে। গত মে মাসে এই সংখ্যাটা ছিল ১৫ শতাংশ। সেটাই একমাসে বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩ শতাংশ। ওই একই বয়সি যুবতীদের ক্ষেত্রেও বেকারত্বের হার বেড়েছে। গত মে মাসে বেকারত্বের হার ছিল ১৬.৩ শতাংশ। জুন মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৭.৪ শতাংশ। শহরাঞ্চলে বেকারত্বের হারও গত মাসের তুলনায় অনেকটাই বেড়েছে। মে মাসে সংখ্যাটা যেখানে ছিল ১৭.৯ শতাংশ, সেটাই জুনে হয়েছে ১৮.৮ শতাংশ। গ্রামের ক্ষেত্রে ছিল ১৩.৭ শতাংশ। জুনে বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮। তবে সামগ্রিকভাবে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার আগের চেয়ে কিছুটা কমেছে। গত মে মাসে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার ছিল ৫.৮ শতাংশ, তা জুনে কমে হয়েছে ৫.৬ শতাংশ।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...