Sunday, December 28, 2025

বেকারত্বের হার বেড়ে হাহাকার দেশজুড়ে! ফাঁস মোদির জুমলাবাজি

Date:

Share post:

কোথায় গেল বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি? ১১ বছর ধরে শুধুই জুমলাবাজি করে গেল মোদি সরকার। চাকরি নেই, কর্মসংস্থানের দিশা নেই। যুবসমাজে হাহাকার। দেশে বেকারত্বের হার (unemployment rate) বেড়ে ১৫.৩ শতাংশ! কেন্দ্রের রিপোর্টেই ফাঁস হয়ে গিয়েছে মোদি সরকারের মিথ্যাচার।

২০১৩ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকার কেন্দ্রে যখন ক্ষমতায় আসে, তখন গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরি দেবে। যদিও গত ১১ বছরে সেই ‘জুমলা’ ফাঁস হয়ে গিয়েছে। দেশে ক্রমশ বেড়েছে বেকারত্বের হার (unemployment rate)। সম্প্রতি দেশের কর্মসংস্থান নিয়ে ভয়াবহ রিপোর্ট সামনে এসেছে। খোদ মোদি সরকারের রিপোর্টই বলছে, জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যেখানে দেখা যাচ্ছে, দেশের যুবসমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩ শতাংশ।

আরও পড়ুন: মালদার মৃত কিশোরের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তে অনুমতি হাইকোর্টের

কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশের সামগ্রিক বেকারত্বের হার ৫.৩ শতাংশ। গত এপ্রিল মাসে ছিল ৫.১ শতাংশ। উদ্বেগ দেশের ১৫-২৯ বছর বয়সি যুবকদের মধ্যে বেকারত্বের হারে। গত মে মাসে এই সংখ্যাটা ছিল ১৫ শতাংশ। সেটাই একমাসে বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩ শতাংশ। ওই একই বয়সি যুবতীদের ক্ষেত্রেও বেকারত্বের হার বেড়েছে। গত মে মাসে বেকারত্বের হার ছিল ১৬.৩ শতাংশ। জুন মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৭.৪ শতাংশ। শহরাঞ্চলে বেকারত্বের হারও গত মাসের তুলনায় অনেকটাই বেড়েছে। মে মাসে সংখ্যাটা যেখানে ছিল ১৭.৯ শতাংশ, সেটাই জুনে হয়েছে ১৮.৮ শতাংশ। গ্রামের ক্ষেত্রে ছিল ১৩.৭ শতাংশ। জুনে বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮। তবে সামগ্রিকভাবে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার আগের চেয়ে কিছুটা কমেছে। গত মে মাসে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার ছিল ৫.৮ শতাংশ, তা জুনে কমে হয়েছে ৫.৬ শতাংশ।

spot_img

Related articles

সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে, বাইশ গজে চেনা ছন্দে স্মৃতি

বিতর্ককে পিছনে ফেলে রানের আলোয় স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে অবশেষে রান পেলেন...

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে সোমে নির্বাচন কমিশনে তৃণমূল 

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে আগামিকাল অর্থাৎ সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। ভোটার তালিকা সংশোধন...

শুনানির নামে বয়স্ক বৈধ ভোটারদের হেনস্থা

বিজেপির নির্দেশে বাংলার ওপর জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার...

বাদ পড়তে পারেন তারকা ক্রিকেটার, একদিনের দল নিয়েও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

টি২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গিয়েছে। এবার একদিনের দল(ODI Team) নিয়েও বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।...