Wednesday, December 24, 2025

বৃহস্পতিবার রাতেই ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন দিমিত্রি, রশিদ

Date:

Share post:

ডুরান্ডে পূর্নশক্তির দল নিয়ে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। বৃহস্পতিবার রাতেই ইস্টবেঙ্গল (Eastbengal) শিবিরে যোগ দিতে চলেছে লাল-হলুদের দুই বিদেশি দিমিত্রি দিয়ামন্তাকস (Dimitri Diamantakos) এবং রশিদ (Rashid)। এবারের ডুরান্ড কাপে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ ব্রিগেড। মরসুমের শুরু থেকেই সেই কারণে তাদের পাখির চোখ ডুরান্ড কাপ। সেই কারনে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের নিয়েই নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।

গতবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal) ব্রিগেড। সেই থেকেই তাদের নিয়ে শুরু হয়ে গিয়েছিল জোর সমালোচনা। বিশেষ করে বিদেশি বাছাই নিয়ে। বেশ কয়েকজনকে ছেড়ে দিলেও এবারও অবশ্য আক্রমণে দিমিত্রি দিয়ামন্তাকসের ওপরই ভরসা রেখেছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার এসেই শুক্রবার থেকে প্রস্তুতিতে যোগ দেবে ইস্টবেঙ্গল ব্রিগেড। শেষপর্যন্ত ইস্টবেঙ্গল সফল হয় কিনা সেটা তো সময়ই বলবে।

শুক্রবার রাতেই শহরে আসছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। মরসুমের প্রথম প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়াই এখন ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য। সেখানে বিদেশী ফুটবলাররা ইতিমধ্যেই যোগ দিতে শুরু করেছেন। প্রথমেই আসছেন দিমিত্রি (Dimitri Diamantakos) এবং রশিদ। গতবার ভালো পারফরম্যান্স না করলেও এবার অস্কার থেকে থংবোই সিংটো দিমিত্রি দিয়ামন্তাকসকে নিয়ে বেশ আশাবাদী। শোনা যাচ্ছে শুরু থেকেই খেলতে পারেন তিনি।

এই মুহূর্তে বিনো জর্জের তত্ত্ববধানে অনুশীলন সারছে ইস্টবেঙ্গল। শনিবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন অস্কার ব্রুজোঁ। ইস্টবেঙ্গল এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মরিয়া হয়ে রয়েছে।

spot_img

Related articles

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ আরোহীর

নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই...

প্রায় ৫ হাজার শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা-লোকসংস্কৃতি উৎসব ২০২৫: ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

প্রতিবারের মতো শীতের চাদর গায়ে জড়িয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। সঙ্গে লোকসংস্কৃতি উৎসব ২০২৫। বুধবার হল 'কার্টেন...

শান্তনুর ‘গুন্ডাবাহিনী’র বিরুদ্ধে মতুয়াদের মারধরের অভিযোগ মমতাবালার

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের আবহে সরগরম মতুয়াগড় ঠাকুরনগর। বুধবার শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ঘনিষ্ঠ 'বিজেপির গুন্ডা বাহিনী' দিয়ে মমতাবালা...

নাবালিকা ধর্ষণ-খুন ফের ডবল ইঞ্জিন ওড়িশায়: পথ অবরোধ করে বিক্ষোভ

ধর্ষণ খুনের মতো ঘটনা ওড়িশায় বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্রমশ বেড়ে চলেছে। এবার তেমনই নৃশংস ঘটনার...