বৃহস্পতিবার রাতেই ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন দিমিত্রি, রশিদ

Date:

Share post:

ডুরান্ডে পূর্নশক্তির দল নিয়ে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। বৃহস্পতিবার রাতেই ইস্টবেঙ্গল (Eastbengal) শিবিরে যোগ দিতে চলেছে লাল-হলুদের দুই বিদেশি দিমিত্রি দিয়ামন্তাকস (Dimitri Diamantakos) এবং রশিদ (Rashid)। এবারের ডুরান্ড কাপে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ ব্রিগেড। মরসুমের শুরু থেকেই সেই কারণে তাদের পাখির চোখ ডুরান্ড কাপ। সেই কারনে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের নিয়েই নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।

গতবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal) ব্রিগেড। সেই থেকেই তাদের নিয়ে শুরু হয়ে গিয়েছিল জোর সমালোচনা। বিশেষ করে বিদেশি বাছাই নিয়ে। বেশ কয়েকজনকে ছেড়ে দিলেও এবারও অবশ্য আক্রমণে দিমিত্রি দিয়ামন্তাকসের ওপরই ভরসা রেখেছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার এসেই শুক্রবার থেকে প্রস্তুতিতে যোগ দেবে ইস্টবেঙ্গল ব্রিগেড। শেষপর্যন্ত ইস্টবেঙ্গল সফল হয় কিনা সেটা তো সময়ই বলবে।

শুক্রবার রাতেই শহরে আসছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। মরসুমের প্রথম প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়াই এখন ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য। সেখানে বিদেশী ফুটবলাররা ইতিমধ্যেই যোগ দিতে শুরু করেছেন। প্রথমেই আসছেন দিমিত্রি (Dimitri Diamantakos) এবং রশিদ। গতবার ভালো পারফরম্যান্স না করলেও এবার অস্কার থেকে থংবোই সিংটো দিমিত্রি দিয়ামন্তাকসকে নিয়ে বেশ আশাবাদী। শোনা যাচ্ছে শুরু থেকেই খেলতে পারেন তিনি।

এই মুহূর্তে বিনো জর্জের তত্ত্ববধানে অনুশীলন সারছে ইস্টবেঙ্গল। শনিবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন অস্কার ব্রুজোঁ। ইস্টবেঙ্গল এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মরিয়া হয়ে রয়েছে।

spot_img

Related articles

এক মাসের মধ্যে কার্যকর করতে হবে নতুন সংবিধান, ফেডারেশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নতুন করে এখন নির্বাচন হবে না এআইএফএফ –এ (AIFF)। বর্তমান কমিটি তাদের মেয়াদ শেষ কবে। বর্তমান কমিটি মেয়াদ...

হতাশাজনক পারফরম্যান্স, মাঠ ছাড়তেই পিতার মৃত্যু সংবাদ পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

বৃহস্পতিবার এশিয়া কাপের (Asia Cup) 'বি' গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে শ্রীলঙ্কা (Sri lanka)। কিন্তু ম্যাচ...

এশিয়া কাপে নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ, আইসিসির শাস্তির মুখে পাকিস্তান

এশিয়া কাপে ( Asia Cup) ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান দল (Pakistan)। ভারতের বিরুদ্ধে হেরে কোনও ক্রমে সুপার...

সুপার ফোরের ম্যাচে হাত মেলাবেন সূর্য-সলমনরা? সিদ্ধান্ত নিয়ে নিল আইসিসি

এশিয়া কাপে ( Asia Cup) সুপারের ম্যাচে রবিবারের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান ( IND vs PAK)। গত রবিবার...