বৃহস্পতিবার রাতেই ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন দিমিত্রি, রশিদ

Date:

Share post:

ডুরান্ডে পূর্নশক্তির দল নিয়ে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। বৃহস্পতিবার রাতেই ইস্টবেঙ্গল (Eastbengal) শিবিরে যোগ দিতে চলেছে লাল-হলুদের দুই বিদেশি দিমিত্রি দিয়ামন্তাকস (Dimitri Diamantakos) এবং রশিদ (Rashid)। এবারের ডুরান্ড কাপে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ ব্রিগেড। মরসুমের শুরু থেকেই সেই কারণে তাদের পাখির চোখ ডুরান্ড কাপ। সেই কারনে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের নিয়েই নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।

গতবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal) ব্রিগেড। সেই থেকেই তাদের নিয়ে শুরু হয়ে গিয়েছিল জোর সমালোচনা। বিশেষ করে বিদেশি বাছাই নিয়ে। বেশ কয়েকজনকে ছেড়ে দিলেও এবারও অবশ্য আক্রমণে দিমিত্রি দিয়ামন্তাকসের ওপরই ভরসা রেখেছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার এসেই শুক্রবার থেকে প্রস্তুতিতে যোগ দেবে ইস্টবেঙ্গল ব্রিগেড। শেষপর্যন্ত ইস্টবেঙ্গল সফল হয় কিনা সেটা তো সময়ই বলবে।

শুক্রবার রাতেই শহরে আসছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। মরসুমের প্রথম প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়াই এখন ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য। সেখানে বিদেশী ফুটবলাররা ইতিমধ্যেই যোগ দিতে শুরু করেছেন। প্রথমেই আসছেন দিমিত্রি (Dimitri Diamantakos) এবং রশিদ। গতবার ভালো পারফরম্যান্স না করলেও এবার অস্কার থেকে থংবোই সিংটো দিমিত্রি দিয়ামন্তাকসকে নিয়ে বেশ আশাবাদী। শোনা যাচ্ছে শুরু থেকেই খেলতে পারেন তিনি।

এই মুহূর্তে বিনো জর্জের তত্ত্ববধানে অনুশীলন সারছে ইস্টবেঙ্গল। শনিবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন অস্কার ব্রুজোঁ। ইস্টবেঙ্গল এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মরিয়া হয়ে রয়েছে।

spot_img

Related articles

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...

দলকে জিতিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার, বাইশ গজে ফের মর্মান্তিক পরিণতি

খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)।...