Monday, August 25, 2025

বৃহস্পতিবার রাতেই ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন দিমিত্রি, রশিদ

Date:

Share post:

ডুরান্ডে পূর্নশক্তির দল নিয়ে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। বৃহস্পতিবার রাতেই ইস্টবেঙ্গল (Eastbengal) শিবিরে যোগ দিতে চলেছে লাল-হলুদের দুই বিদেশি দিমিত্রি দিয়ামন্তাকস (Dimitri Diamantakos) এবং রশিদ (Rashid)। এবারের ডুরান্ড কাপে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ ব্রিগেড। মরসুমের শুরু থেকেই সেই কারণে তাদের পাখির চোখ ডুরান্ড কাপ। সেই কারনে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের নিয়েই নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।

গতবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal) ব্রিগেড। সেই থেকেই তাদের নিয়ে শুরু হয়ে গিয়েছিল জোর সমালোচনা। বিশেষ করে বিদেশি বাছাই নিয়ে। বেশ কয়েকজনকে ছেড়ে দিলেও এবারও অবশ্য আক্রমণে দিমিত্রি দিয়ামন্তাকসের ওপরই ভরসা রেখেছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার এসেই শুক্রবার থেকে প্রস্তুতিতে যোগ দেবে ইস্টবেঙ্গল ব্রিগেড। শেষপর্যন্ত ইস্টবেঙ্গল সফল হয় কিনা সেটা তো সময়ই বলবে।

শুক্রবার রাতেই শহরে আসছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। মরসুমের প্রথম প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়াই এখন ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য। সেখানে বিদেশী ফুটবলাররা ইতিমধ্যেই যোগ দিতে শুরু করেছেন। প্রথমেই আসছেন দিমিত্রি (Dimitri Diamantakos) এবং রশিদ। গতবার ভালো পারফরম্যান্স না করলেও এবার অস্কার থেকে থংবোই সিংটো দিমিত্রি দিয়ামন্তাকসকে নিয়ে বেশ আশাবাদী। শোনা যাচ্ছে শুরু থেকেই খেলতে পারেন তিনি।

এই মুহূর্তে বিনো জর্জের তত্ত্ববধানে অনুশীলন সারছে ইস্টবেঙ্গল। শনিবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন অস্কার ব্রুজোঁ। ইস্টবেঙ্গল এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মরিয়া হয়ে রয়েছে।

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...