Friday, November 14, 2025

২১ জুলাইয়ের সভায় হস্তক্ষেপ নয় হাই কোর্টের, রাজনৈতিক কর্মসূচির জন্য স্থান নির্দিষ্ট করার প্রস্তাব রাজ্য়কে

Date:

একুশে জুলাইয়ের শহিদ দিবসের অনুষ্ঠানে রেকর্ড জমায়েতের আশা করছে তৃণমূল (TMC)। আর সেই সভা ভেস্তে দিতে আদালতে বামপন্থী আইনজীবী। বৃহস্পতিবার, শেষ মুহূর্ত বলে কালকাতা হাই কোর্ট (Calcutta High Court) জায়গা বদল করার কথা বলেনি। তবে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “এই সভা নিয়ে আমি কিছু শর্ত দেব“। একই সঙ্গে আগামী বছর থেকে জায়গা বদলের কথা ভাবতে বলেছেন রাজ্যকে।

ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের তৃণমূলের শহিদ দিবস পালিত হবে। প্রস্তুতি তুঙ্গে। ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে কলকাতা পুলিশের তরফে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে মামলা হয় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ২১ জুলাইয়ের আগে মামলা হয়, তারপর তারা ভুলে যান, কতদিন এসব চলবে? দুর্গাপুজো, ব্রিগেডের সভা, রানি রাসমণিতে যখন কোনও কর্মসূচি হয় তখনও যানজট হয়। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে অভিযোগ অ্যাডভোকেট জেনারেলের।

২১ জুলাই যানজটের আশঙ্কায় মামলাকারীদের তরফে পুলিশকে চিঠি দেওয়া হয়। যদিও সেই চিঠির উত্তর মেলেনি বলে অভিযোগ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, মামলাকারীরা পুলিশকে চিঠি দিলেও কেন উত্তর দেওয়া হয়নি? এদিন বিচারপতি বলেন, এই অনুষ্ঠান তো ২০১১ সালে ব্রিগেডে হয়েছে। তীর্থঙ্কর ঘোষ বলেন, আমি এখন এই কর্মসূচিতে হাত দিচ্ছি না, হলফনামার আদান প্রদান করে সম্পূর্ণ শুনানি হবে“। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য নির্দিষ্ট করে একটা জায়গা ঠিক করে রাখুক যেখানে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি হবে।  পাশাপাশি বিচারপতি বলেন, সকাল ১১ টা পর্যন্ত মানুষের যাতে অফিস যেতে কোনও অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version