Wednesday, August 20, 2025

ডুরান্ড কাপের (Durand Cup) ঢাকে কাঠি আগেই পড়ে গিয়েছে। বৃহস্পতিবার তারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও হয়ে গেল। যুবভারতী স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banrjee) হাত দিয়েই উদ্বোধন হবে এবারের ডুরান্ড কাপ (Durand Cup)। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। সেই শতাব্দী প্রাচীন প্রতিযোগিতার শুরুটাই হবে এবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হাত দিয়ে। আর সেই ঘোষণাটাও করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। কলকাতা থেকে এবার সব মিলিয়ে মোট চারটি ক্লাব অংশগ্রহন করবে এবারের ডুরান্ড কাপে। এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ডুরান্ড কাপ ঘিরে।

বেশ কয়েকদিন ধরেই নানান টাল বাহানা চলছিল এই ডুরান্ড কাপ (Durand Cup) হওয়া নিয়ে। শেষপর্যন্ত সমস্ত জটিলতা কাটিয়ে এবারও হচ্ছে ডুরান্ড কাপ। মোহনবাগান সুপারজায়ান্ট, ইস্টবেঙ্গল, মহমেডান সহ এবার বাংলা থেকে খেলবে ডায়মন্ডহারবার এফসিও। এদিন উদ্বোধনের ঘোষণার পাশাপাশি পুরষ্কার মূল্যের ঘোষণাও করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) উপস্থিতিতেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়ে গিল ডুরান্ড কাপের।

বাংলার ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, টানা ছয়বার ডুরান্ড কাপ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সমস্ত দপ্তর আমাদের আয়োজনের ক্ষেত্রে সবরকম সাহায্য করেছে।

এই প্রতিযোগিতায় এবার বাড়ানো হয়েছে পুরস্কার মূল্যও। সেখানেই মোট পুরষ্কার মূল্য ১.২ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৩ কোটি টাকা। এবারও পাঁচ শহরের ছয় স্টেডিয়ামে হবে খেলা। যুবভারতী স্টেডিয়াম, কিশোরভারতী, কোকরাঝাড়, ইম্ফল, শিলং ও জামশেদপুরে হবে এবারের প্রতিযোগিতা।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version