রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিজয় উৎসব মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল বিষাদের ঘটনায়। পদপিষ্ট (Stampede) হয়ে প্রাণ হারিয়েছিল প্রায় ১১ জন সমর্থক। এবার হাইকোর্টে দেওয়া রিপোর্টে আরসিবি (RCB) ম্যানেজমেন্ট সহ কর্ণায়ক ক্রিকেট অ্যাসোসিয়েশনের দিকেই আঙুল তুলেছে কর্ণাটক সরকার (Karanataka Govt)। আর তাতেই শুরু হয়েছে নতুন জল্পনা। আরসিবির ম্যানেজমেন্ট মানে কি বিরাট কোহলির দিকেও আঙুল তুলছে তারা। কারণ বিরাট কোহলিও তো ভিডিও বার্তায় সকলকে আসতে আহ্বান করেছিলেন।

গত ৪ জুন দীর্ঘ ১৭ বছর পর আইপিএলে জয়ের সেলিব্রেশনের আয়োজন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (rcb)। ম্যাচের পরের দিনই বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল এক বিরাট শোভাযাত্রার। সেইসঙ্গে সমর্থকদেরও আহ্বান করা হয়েছিল। আর তাতেই হয়েছিল বিপত্তি। আরসিবির জয় উদযাপন করতে রাস্তায় নেমেছিল অগুন্তি মানুষ। কিন্তু স্টেডিয়ামে প্রবেশের জন্য ব্যবস্থা করা হয়েছিল পাসের। এমনটা শোনার পর থেকেই সমর্থকদের মধ্যে বেড়েছিল আতঙ্ক।

এরই মাঝে বিরাট কোহলির (Virat Kohli) সকলকে আহ্বান করার সেই ভিডিও আরও ভিড় বাড়ানোর কাজটা করে দিয়েছিল। যদিও এই ঘটনার জন্য সরাসরি ভাবে কোথাও বিরাট কোহলির নাম নেই কর্ণাটক সরকারের এই রিপোর্টে। বরং আরসিবি ম্যানেজমেন্ট এবং তাদের সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ওপরই দায় চাপিয়েছে সরকার।

তাদের সেখানে সাফ বক্তব্য যে কোনওরকম অনুমতি না নিয়েই নাকি এমন একটা আয়োজন করা হয়েছিল। বিজয় উৎসবের আগের দিন শুধুমাত্র নাকি প্রশাসনকে জানানো হয়েছিল। সেভাবে আর কোনওরকম কথা শোনা হয়নি বলেই জানানো হয়েছে কর্ণাটক সরকারের তরফে।

–

–

–

–

–

–
–
–
–
–
–