Saturday, August 23, 2025

রিল যখন রিয়্যাল! আইসিইউতে ঢুকে রোগীকে খুন নীতীশের বিহারে 

Date:

এক নজরে দেখলে মনে হবে এ যেন নিখুঁত কোন চলচ্চিত্রের দৃশ্যপট। তবে সিনেমার দৃশ্য আদতে নয়, বাস্তবেই হাসপাতালে ঢুকে আইসিইউ-তে শুয়ে থাকা রোগীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে চলে গেল গ্যাংস অব পটনা। বিহারে এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে।

পটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন চন্দন মিশ্র নামক এক ব্যক্তি তবে তিনি একজন অপরাধী। চন্দনের বিরুদ্ধে অপহরণ, তোলাবাজি-সহ একাধিক মামলা রয়েছে। বক্সারের কেসরী নামে এক রং ব্যবসায়ীকে খুনের মামলা চলছিল। সেই মামলায় জেলবন্দি ছিলেন তিনি। কিছুদিন আগেই মেডিক্যাল গ্রাউন্ডে তিনি প্যারোলে মুক্তি পান। পটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎ করেই সিনেমার কায়দায় ৫ ব্যক্তি হাসপাতালে ঢুকে পড়েন। কোনদিকে না তাকিয়ে সোজা হাসপাতালের আইসিইউ-তে ঢোকেন তারা এবং এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেন চন্দনকে। এরপরে নির্বিবাদে পালিয়েও যায় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রতিপক্ষ কোনও গ্যাং এই হামলা চালিয়েছে। তবে এভাবে দুষ্কৃতীরা হাসপাতালে ঢুকে এল কিন্তু কোন নিরাপত্তারক্ষী তাঁদের আটকালো না কেন এই নিয়েও থেকেই যাচ্ছে প্রশ্ন। এদিনের ঘটনায় হাসপাতালের নিরাপত্তারক্ষীরা জড়িত ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এমনিতেই গত কয়েকদিন ধরেই অপরাধের নিরিখে সংবাদ শিরোনামে রয়েছে নীতীশের বিহার। এই ঘটনায় আরও একবার স্পষ্ট হয়ে গেল যে বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই বিহারে পরপর একাধিক খুনের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। বিজেপি নেতা থেকে বিশিষ্ট আইনজীবী, ব্যবসায়ী খুন হয়েছেন সমাজের একাধিক প্রতিষ্ঠিত ব্যক্তি। এরপর এই ধরণের ঘৃণ্য ঘটনার পর বিরোধী দল, আরজেডির নেতা তেজস্বী যাদব ক্ষুব্ধ হয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন , “হাসপাতালের আইসিইউ-র ভিতরে ঢুকে খুন করা হচ্ছে। বিহারে কি কেউ কোথাও আদৌ সুরক্ষিত?”

আরও পড়ুন – দরিদ্র-স্বল্পবিত্তদের পাশে মুখ্যমন্ত্রী: নিউটাউনে আবাসন প্রকল্পের উদ্বোধন, কেন্দ্রের বঞ্চনা নিয়ে ক্ষোভ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version