একই ঘটনার পুনরাবৃত্তি। স্কুলে স্কুলে হুমকি মেইল। শুক্রবার দিল্লিতে কমপক্ষে ২০টি স্কুলে এবং বেঙ্গালুরুতে ৪০ টি বোমাতঙ্কে শোরগোল পড়ে গিয়েছে দুই রাজ্যে (Bomb threat in Delhi- Bengaluru)। খবর পেয়ে পুলিশ ও দমকলের যৌথ তল্লাশি শুরু হয়েছে। সমস্ত হুমকি মেলের সন্ধান চলেছে।
দিল্লির পশ্চিম বিহার এলাকার একটি স্কুল, রোহিনী সেক্টর-৩-র অভিনব পাবলিক স্কুল-সহ শহরে আরও ২০-টির বেশি স্কুলে হুমকি মেইল গিয়েছে। এই মেল কে বা কারা পাঠাচ্ছে তার উৎস খুঁজে পাওয়া যায়নি। তদন্ত চলছে। বেঙ্গালুরুর আরআর নগর, কেঙ্গেরি এলাকার স্কুলগুলিতে হুমকি মেইল পাঠানো হয়েছে। এই ঘটনায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলিনা নিজের এক্স হ্যান্ডেলে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।বিগত কয়েকদিন ধরেই লাগাতার দিল্লির স্কুল-কলেজগুলিতে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। যা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তবে এখনও পর্যন্ত কোনও স্কুলে বোমা পাওয়া যায়নি।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–