Friday, November 7, 2025

রাজ্যকে উপেক্ষা করে ফের জল ছাড়ল DVC! একের পর এক এলাকা প্লাবিত

Date:

ডিভিসি ফের রাজ্য সরকারের অনুরোধ অগ্রাহ্য করল। বৃহস্পতিবার বিকেল থেকে মাইথন ও পাঞ্চেত জলাধার মিলিয়ে ডিভিসির (DVC) তরফে মোট ৬২ হাজার কিউসেকেরও বেশি জল ছাড়া  হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালেই রাজ্য সেচ দফতরের পক্ষ থেকে ডিভিসিকে অনুরোধ জানানো হয়েছিল, জলছাড়ের হার ২৫ হাজার কিউসেকে সীমিত রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে। কিন্তু ডিভিসির পক্ষ থেকে জানানো হয়, উৎসমুখে অতিভারী বৃষ্টির জেরে জলাধারে (dam) অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। জলাধার রক্ষা করতেই জল ছাড়া ছাড়া উপায় নেই। এরপর বিকেলে ডিভিসির (DVC) দুর্গাপুর ব্যারেজ (Durgapur barrage) দিয়ে বিপুল পরিমাণ জল ছাড়ার সিদ্ধান্ত কার্যকর হয়। শুক্রবার সেই জল খানাকুল পাঁশকুড়া আরামবাগ সহ রাজ্যের বিভিন্ন এলাকায় প্লাবন (inundated) পরিস্থিতি তৈরি করেছে।

ডিভিসির দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটির মেম্বার সেক্রেটারি সঞ্জীবকুমার জানিয়েছেন, ৬২১০০ কিউসেক করে জল ছাড়া হচ্ছে। এর পাশাপাশি, সুবর্ণরেখা নদীর ঝাড়খণ্ডের (Jharkhand) গালুডি জলাধার থেকেও এক লাখ দশ হাজার কিউসেকের বেশি জল ছাড়া (water release) শুরু হয়েছে।

আরও পড়ুন: বাঙালি তাড়িয়ে বাংলার ভোট দাবি! গর্জে উঠল বাংলা পক্ষ

রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইঞা বলেছেন, ‘‘ডিভিসিকে বারবার অনুরোধ করা হলেও তারা কথা রাখেনি। এই বিপুল পরিমাণ জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতির অবনতি হবে।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংশ্লিষ্ট এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া, ত্রাণ, উদ্ধার ও শিবির তৈরির সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Related articles

দিনরাত বিজেপির অপমান, সেই নেহেরুকেই স্মরণ নিউইয়র্কে: মামদানির জয়ে সরব প্রিয়াঙ্কা

যে জওহরলাল নেহেরুকে বিজেপির নেতারা সবক্ষেত্রে নিচু দেখাতে চেষ্টা করেন ভারতে, সেই নেহেরুর জয়গান নিউ ইয়র্কের মঞ্চে। মেয়র...

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...
Exit mobile version