Tuesday, August 12, 2025

নির্বাচনের আগের বছর থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু নরেন্দ্র মোদির (Narendra Modi)। বাংলার ভোটে টান পড়া শুরুর আশঙ্কাতেই তাঁর দুর্গাপুর (Durgapur) সফর, তা কার্যত প্রমাণিত। আর সেখানেই বাঙালি খেঁদানো অভিযান চালানো মোদিকে তীব্র আক্রমণ বাংল পক্ষ-র (Bangla Pokkho) সদস্যদের।

সম্প্রতি একের পর এক বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলার শ্রমিক, তাঁদের পরিবার থেকে প্রবাসীদের হেনস্থা থেকে পুশব্যাক পর্যন্ত করা হচ্ছে, শুক্রবার নরেন্দ্র মোদির বঙ্গ সফরে সেই প্রসঙ্গ তুলেই সরব বাংলা পক্ষ। তাঁদের প্রশ্ন, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিকে আক্রমণ করছে। বাংলা ভাষায় কথা বললেই “বাংলাদেশি” দাগিয়ে জেলে ঢুকিয়ে অত্যাচার করছে বিজেপি সরকার। সেই সময়ই নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলার দুর্গাপুরে (Durgapur) এসে বাঙালির থেকে ভোট চাইছে।

শুক্রবার দুর্গাপুরে যে সভা ঘিরে জনতার ঢলের ছবি তুলে ধরার চেষ্টা চালায় বিজেপি, সেই দুর্গাপুরেই বিক্ষোভেরও ছবি উঠে আসে। নরেন্দ্র মোদির দুর্গাপুরে সফরের সময় দুর্গাপুরে দাঁড়িয়েই তার যাত্রাপথে বিক্ষোভ করল বাংলা পক্ষ (Bangla Pokkho)। পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। স্লোগান ওঠে, “বাঙালির শত্রু নরেন্দ্র মোদি গো ব্যাক”।

আরও পড়ুন : “স্কুলে না গিয়ে দায়িত্বে অবহেলা করছেন শিক্ষকরা”, প্রাথমিকের মামলায় পর্যবেক্ষণ বিচারপতির

প্রধানমন্ত্রীর কাছে বাঙালি বিদ্বেষের জবাব চেয়ে বাংলা পক্ষ-র প্রশ্ন, যে বাঙালি ভারত স্বাধীন করেছে, বিজেপির আমলে সেই বাঙালিরই নাগরিকত্ব ও ভাষা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলা ভাষায় কথা বলা অপরাধ? গরীব বাঙালি পরিযায়ী শ্রমিকদের কেন এভাবে আক্রমণ করা হচ্ছে? আজ নরেন্দ্র মোদির কাছে জবাব চাইছে বাঙালি। বাংলা ভাষা ও বাঙালিকে আক্রমণ বন্ধ করতে হবে। আগামী ভোটে বাঙালির শত্রু বিজেপিকে বাংলা থেকে মুছে দেবে বাঙালি।

Related articles

SIR-র বিরুদ্ধে প্রতিবাদ, হাইকোর্টের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মহিলার! 

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ কেন? মঙ্গলের সকালে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরেই এসআইআরের (SIR) প্রতিবাদে...

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...
Exit mobile version