Thursday, November 6, 2025

নির্বাচনের আগের বছর থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু নরেন্দ্র মোদির (Narendra Modi)। বাংলার ভোটে টান পড়া শুরুর আশঙ্কাতেই তাঁর দুর্গাপুর (Durgapur) সফর, তা কার্যত প্রমাণিত। আর সেখানেই বাঙালি খেঁদানো অভিযান চালানো মোদিকে তীব্র আক্রমণ বাংল পক্ষ-র (Bangla Pokkho) সদস্যদের।

সম্প্রতি একের পর এক বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলার শ্রমিক, তাঁদের পরিবার থেকে প্রবাসীদের হেনস্থা থেকে পুশব্যাক পর্যন্ত করা হচ্ছে, শুক্রবার নরেন্দ্র মোদির বঙ্গ সফরে সেই প্রসঙ্গ তুলেই সরব বাংলা পক্ষ। তাঁদের প্রশ্ন, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিকে আক্রমণ করছে। বাংলা ভাষায় কথা বললেই “বাংলাদেশি” দাগিয়ে জেলে ঢুকিয়ে অত্যাচার করছে বিজেপি সরকার। সেই সময়ই নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলার দুর্গাপুরে (Durgapur) এসে বাঙালির থেকে ভোট চাইছে।

শুক্রবার দুর্গাপুরে যে সভা ঘিরে জনতার ঢলের ছবি তুলে ধরার চেষ্টা চালায় বিজেপি, সেই দুর্গাপুরেই বিক্ষোভেরও ছবি উঠে আসে। নরেন্দ্র মোদির দুর্গাপুরে সফরের সময় দুর্গাপুরে দাঁড়িয়েই তার যাত্রাপথে বিক্ষোভ করল বাংলা পক্ষ (Bangla Pokkho)। পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। স্লোগান ওঠে, “বাঙালির শত্রু নরেন্দ্র মোদি গো ব্যাক”।

আরও পড়ুন : “স্কুলে না গিয়ে দায়িত্বে অবহেলা করছেন শিক্ষকরা”, প্রাথমিকের মামলায় পর্যবেক্ষণ বিচারপতির

প্রধানমন্ত্রীর কাছে বাঙালি বিদ্বেষের জবাব চেয়ে বাংলা পক্ষ-র প্রশ্ন, যে বাঙালি ভারত স্বাধীন করেছে, বিজেপির আমলে সেই বাঙালিরই নাগরিকত্ব ও ভাষা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলা ভাষায় কথা বলা অপরাধ? গরীব বাঙালি পরিযায়ী শ্রমিকদের কেন এভাবে আক্রমণ করা হচ্ছে? আজ নরেন্দ্র মোদির কাছে জবাব চাইছে বাঙালি। বাংলা ভাষা ও বাঙালিকে আক্রমণ বন্ধ করতে হবে। আগামী ভোটে বাঙালির শত্রু বিজেপিকে বাংলা থেকে মুছে দেবে বাঙালি।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version