বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে বড়পর্দায় অভিনয় করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর লুক প্রকাশ্যে আসার পর থেকেই বেশ হইচই পড়ে গেছে। আর এবার শুক্রবারে শ্যুটিং স্পট থেকে ফ্রাইডে চমক দিয়ে বিশেষ ছবি পোস্ট করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক। বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে ‘কর্পূর’ (Korpur)। পরিচালক অরিন্দম শীল (Arindam Sil) যখন শিক্ষক, অভিনেতা কুণাল তখন বাধ্য ছাত্র। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতার শেয়ার করা ছবিতেও ঠিক এই দৃশ্যই ধরা পড়ল। নয়ের দশকের শেষভাগের মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনার ছায়ায় নির্মিত হচ্ছে এই ছবি। আপাতত সেই শ্যুটিং নিয়েই ব্যস্ত ঘোষবাবু।

শুক্রবারের সকালে বিশিষ্ট সাংবাদিক, তৃণমূল নেতা এবং অভিনেতা কুণালের সোশ্যাল মিডিয়া পেজে দেখা যায় পরিচালক অরিন্দম তাঁকে সব বুঝিয়ে দিচ্ছেন এবং তিনি বাধ্য ছাত্রের মতো অনিল বিশ্বাসের লুকে সবটা দেখে নিচ্ছেন এই রকম একটি ছবি পোস্ট করা হয়েছে। সম্প্রতি নতুন এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কুণাল জানিয়েছিলেন, “এক একটা চরিত্রের এক একরকম বৈশিষ্ট্য। আমি এই বিষয়ে একদম নতুন। নবাগত। ফলত আমাকে আমার পরিচালক গড়ে পিঠে নিচ্ছেন। আর আমার বন্ধু ব্রাত্য, সেও খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন আমাকে।” তৃণমূল নেতা এই মুহূর্তে ক্যামেরার লুক দেওয়া থেকে লম্বা সংলাপ বলার টেকনিক সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জেনে নিচ্ছেন পরিচালকের থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক ১৯৯৭ সালে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন কোথায়? কেন আজও হদিশ মিলল না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাজনৈতিক মহলে বারবার উঠে এসেছে একাধিক প্রসঙ্গ। আর অরিন্দম (Arindam Sil) যতই সব চরিত্র কাল্পনিক বলুন না কেন, এই সিনেমায় তৎকালীন বামনেতা অনিল বিশ্বাসের ভূমিকায় কুণালের উপস্থিতি কিন্তু বেশ চমকে দিয়েছে সকলকে।

যাঁকে প্রতিদিন মিডিয়ার ক্যামেরার সামনে বিরোধীদের তীব্র আক্রমণ করতে দেখা যায়, তিনি রিল লাইফে সিনেপর্দায় ঠিক কী কী কাণ্ড ঘটাতে চলেছেন তা জানার জন্য আগ্রহ বাড়ছে। অভিনেতা হিসেবে নিজের সম্পূর্ণটা উজাড় করে দিতে চান ঘোষ মহাশয়। বলছেন, “আমার কাছে এ এক নতুন অভিজ্ঞতার পর্ব।আমি কখনও ফাঁকিবাজি করে কোনও কাজ করি না। পরিচালক যেন বলেন আমার কাজে তিনি সন্তুষ্ট। ” রাজনৈতিক নেতা থেকে অভিনেতার সফরে কুণাল আগামীতে আর কী কী চমক দেন সেদিকে নজর থাকবে সব মহলের।

–

–
–

–

–

–
–
–

–

–
–