আমন্ত্রণপত্রের পরে ভাষণেও বাঙালি মন জয়ের চেষ্টায় দুর্গাপুরে বাংলায় ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর “জয় শ্রীরাম”-এর বদলে মা দুর্গা-মা কালীর নাম নিলেন প্রধানমন্ত্রী। এই নিয়েই তীব্র কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

ভিনরাজ্যে বিশেষ করে ডবলইঞ্জিন সরকারের রাজ্যে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছেন বাংলাভাষীরা। বাংলায় এসে সেই লজ্জা, ঢাকার আপ্রাণ চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি। দুর্গাপুরে বাংলায় ভাষণ দিয়ে বক্তৃতা শুরু করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ভাঙা ভাঙা বাংলায় বলেন, “বড়রা আমার প্রণাম নেবেন। ছোটরা ভালবাসা। জয় মা কালী। জয় মা দুর্গা।” এর আগে বঙ্গ সফরে এসে “জয় শ্রীরাম” বলে হুঙ্কার দিয়েছেন মোদি। কিন্তু তাতে ফল হয়েছে উল্টো। এখন সেই জন্যই রামনাম ছেড়ে, এবার দুর্গা-কালীর শরণে মোদি।

এই বিষয়ে নিয়ে তীব্র কটাক্ষ করে তৃণমূল। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “আমরাও রামকে শ্রদ্ধা করি। এমনকী হল, বাংলায় পরিবর্তন-পরিবর্তন বলতে বলতে মোদির বক্তব্যের পরিবর্তন হয়ে গেল। জয় শ্রীরাম থেকে সরে জয় মা কালী, জয় মা দুর্গা। কেন হল- এর উত্তরেই আছে বাংলার অন্দরের কথা।”

–

–

–

–

–
–

–

–
–
–
–