Thursday, August 21, 2025

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এতদিন শুধু জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কথাই ভাবা হচ্ছিল। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন মহম্মদ সিরাজও (Mohammed Siraj)। চতুর্থ টেস্টে নামার আগে ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা শোনা গেল ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডাসকাথের মুখে। তবে কী এবার মহম্মদ সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও ভাবনা শুরু বোর্ডের। এমন গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

সিরাজ (Mohammed Siraj) সবসময় যতটা চান সেভাবে হয়ত উইকেট পাননা ঠিকই, কিন্তু তাঁকে একজন সিংহের সঙ্গেই তুলনা করছেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডাসকাথে। তাঁর মতে সিরাজ বল হাতে নিলেই সকলের প্রত্যাশার পারদটাও চড়তে শুরু করেছে। সিরাজ সবসময়ই নিজের সেরাটা মাঠে দেন। তবে অনেক সময়ই সিরাজ সেই প্রতিদানটা পাননা কিন্তু সিরাজকে নিয়ে যে ভারতীয় শিবির বেশ আত্মবিশ্বাসী তা বলার অপেক্ষা রাখে না।

রায়ান টেন ডাসকাথে জানিয়েছেন, “আমরা কতটা ভাগ্যবান যে তাঁর মতো একজনকে দলে পাওয়া গিয়েছে। আমি জানি একজন পেসারের থেকে আমরা যা প্রত্যাশা করি সেটা সবসময় তাঁর থেকে পাওয়া যায় না, কিন্তু সিরাজের হৃদয়টা সিংহের মতো। তিনি যখনই বল হাতে নেন, আমরা সকলেই বুঝতে পারি যে কিছু একটা এবার হতে পারে”।

শেষ ম্যাচে বলের পাশাপাশি ব্যাটিংয়েও জাদেজাকে দক্ষতার সঙ্গে সঙ্গ দিচ্ছিলেন এই তারকা পেসার। কিন্তু শেষপর্যন্ত প্লেডঅন হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল সিরাজকে। চোখের জল লুকোতে পারেননি। কিন্তু সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এবার ভাবনা শুরু হয়ে গিয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version