Tuesday, November 4, 2025

খড়গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেলের ঘরে ঝুলন্ত দেহ

Date:

খড়গপুর আইআইটিতে (The Indian Institute of Technology Kharagpur) ফের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! শুক্রবার খড়গপুর আইআইটির (Kharagpur IIT) রাজেন্দ্র প্রসাদ (আরপি) হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ৪র্থ বর্ষের ছাত্রের দেহ। মৃত ছাত্রের নাম রীতম মণ্ডল (২১)। রীতম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, হস্টেলের ২০৩ নম্বর ঘরে থাকতেন রীতম। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ আইআইটি কর্তৃপক্ষ প্রথম ওই ছাত্রের ঝুলন্ত দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে হিজলি পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও আইআইটির নিরাপত্তারক্ষীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটিকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কী কারণে এই মর্মান্তিক মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলেই মনে করছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, “ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কা করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি-সহ সম্পন্ন হবে।” আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ ছাত্রের পরিবারকে খবর দিয়েছে। পাশাপাশি এই মৃত্যুর পেছনে মানসিক চাপ বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন : সিতাইয়ে নিজের বাড়িতে গুলিবিদ্ধ যুবক, চাঞ্চল্য এলাকায় 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version