বৃষ্টি (Rain) বিরতি ভাগ্যে সইল না দক্ষিণবঙ্গের। মেঘলা আকাশে ফের দুর্যোগের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। শুক্রবার বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায়। শনিবার থেকে দুর্যোগ বাড়বে দক্ষিণের বাকি জেলায়।পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায় সতর্কতা থাকছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করবে রাজ্যবাসীকে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ভারী বৃষ্টি চলবে পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বর্ষণের সতর্কতা। রবিবার অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা থাকবে আকাশ।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–