Saturday, November 1, 2025

২০২১-এর স্মৃতি উস্কে ফের সাপুরজির সুখবৃষ্টি থেকে ধৃত পাটনা হাসপাতালে শ্যুটআউটে অভিযুক্ত ৪

Date:

ফের সেই সুখবৃষ্টি। সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে বিহারের (Bihar) পটনার পারস হাসপাতালে শ্যুট আউট ঘটনায় অভিযুক্ত ৪ জনকে। সেই আবাসনে ২০২১-এ শ্যুট আউটের ঘটনা ঘটে। ফের সেই আবাসন থেকেই দুষ্কৃতী ধরায় পড়ায় আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২১-এর ৯ জুন পরপর গুলির শব্দে কেঁপে ওঠে সাপুরজির সুখবৃষ্টি আবাসন (Sukhbristi)। STF-এর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও তার সঙ্গী যশপ্রীত সিং খাড়ারের। অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাসনেই ফ্ল্যাট ভাড়া নিয়ে লুকিয়ে ছিল তারা। তাদের বিরুদ্ধে দুই ASI-কে খুন-সহ বহু অপরাধে অভিযুক্ত ছিল সেই ভুল্লার। সেই সময় প্রশ্ন ওঠে আবাসনের নিরাপত্তা নিয়ে। CCTV নজরদারি বাড়ানো হয়। তবে, অনেকেই ফ্ল্যাট কিনে নিজেরা না থেকে ভাড়াটে রাখায় সবার সম্পর্কে তথ্য পাওয়া মুশকিল বলে জানান স্থানীয় আবাসিকরা।

ঠিক চার বছর পরে আবে সেই সুখবৃষ্টি আবাসন থেকে ধরা পড়ল বিহারের (Bihar) পটনার পারস হাসপাতালে শুট আউট ঘটনায় যুক্ত দুষ্কৃতীরা। শনিবার, ভোরে ৪ জনকে গ্রেফতার করে বিহারের এসটিএফ। পাটনায় হাসপাতালের আইসিইউতে ঢুকে গুলি চালিয়ে বিচারাধীন বন্দিকে খুন করার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।

নিউ টাউনের ওই সুখবৃষ্টি নামক আবাসনের শনিবার সকাল ৫টা ৪৮ থেকে ৬টা ৩০ পর্যন্ত ২টি বিল্ডিংয়ের ২টি ফ্ল্যাট থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। M 73 বিল্ডিংয়ের ৪০৬ নম্বর ফ্ল্যাট থেকে ২ জন প্রথমে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পরে এম৭০ বিল্ডিংয়ের ২০৬ নম্বর ফ্ল্যাট থেকে আরও ২ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করে এসটিএফ।
আরও খবর২১ শে জুলাইয়ের প্রস্তুতি: শহর ঘুরে দেখলেন পুলিশ কমিশনার

Related articles

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...

কাটছে না সংকট! এখনও ICU-তে ধর্মেন্দ্র

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়ছে অনুরাগীদের। শ্বাসকষ্ট জনিত সমস্যায় শুক্রবার রাতে তাঁকে মুম্বইয়ের...

রবির সকালে বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথের রুট

মেরামতির কাজের জন্য রবিবার সকালে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) । হাওড়া সিটি পুলিশের (Howrah...

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য শ্রম আইন বাধ্যতামূলক করার দাবি দোলার 

চুক্তিভিত্তিক কর্মীদের পাশে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen)। এই কর্মীদের ক্ষেত্রে শ্রম আইন যথাযথ প্রয়োগ করা হচ্ছে...
Exit mobile version