শাড়িতে উল্টো রামচন্দ্র! অতি ভক্তি দেখাতে গিয়ে বেজায় ফ্যাসাদে অগ্নিমিত্রা

Date:

Share post:

অতি ভক্তি দেখাতে গিয়ে বেজায় ফ্যাসাদে বিজেপি (BJP) বিধায়ক তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শুক্রবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় রামচন্দ্রে ছবি আঁকা শাড়ি পরে যান তিনি। এতদূর ঠিক ছিল। কিন্তু শাড়ির ছাপায় উল্টে গিয়েচেন রঘুবীর। আর তা নিয়ে তীব্র কটাক্ষের শিকার হন অগ্নিমিত্রা। পরে অবশ্য দুঃখপ্রকাশ করে সামাল দিতে চান বিজেপি নেত্রী।

বাংলা শ্রদ্ধায় স্মরণ করে রামচন্দ্র-সীতাদেবীকে। কিন্তু উগ্র হিন্দুত্ববাদের হাতিয়ার হিসেবে রামনামকে ব্যবহারের চেষ্টা করে বিজেপি। যদিও পশ্চিমবঙ্গ রামনামে ভোট বৈতরণী পার না হওয়ায় এবার দুর্গা-কালীর স্মরণ নিয়েছেন মোদি থেকে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে এই পরিস্থিতিতে গোল পাকিয়েছে অগ্নিমিত্রার (Agnimitra Paul) শাড়ি। দুর্গাপুরে মোদির সভায় সভা নজরে পড়ে সেটি। গেরুয়া রঙের শাড়িতে আঁকা ছিল শ্রীরামের ছবি। কিন্তু বিজেপি নেত্রী শাড়ি পরার পরে শ্রীরামের ছবিটি উলটো হয়ে যায়। এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই এই নিয়ে তাঁর তীব্র সমালোচনা করেন। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) অগ্নিমিত্রার ওই শাড়ি পরার ছবি পোস্ট করে লেখেন, “পদ্মশ্রীর অনুভব”।

বেকায়দা বুঝে দুঃখপ্রকাশ করে অব্যাহতি পেতে চেয়েছেন বিজেপি বিধায়ক। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন, “রাম আমার শক্তি, আমার প্রেরণা/ রাম নাম ঠোঁটে, আশ্রয় প্রাণে,অধর্ম দেখলেই আগুন টানে।
জনকীর স্নেহ, লক্ষণের ভক্তি, রামের চরিত্রেই খুঁজি মুক্তি।
আমি কখনোই কারও ভাবাবেগে আঘাত দিতে চাইনি। এই শাড়িটি আমার ভক্তির প্রকাশ, আমার আত্মার আরাধনা। রামের নাম, রামের চরণ, আমার জীবনের পথপ্রদর্শক —এই পোশাকে আমি তাঁকে বহন করি হৃদয়ে, শ্রদ্ধায়, প্রেমে। যদি কারও অনুভূতিতে অনিচ্ছাকৃত আঘাত লেগে থাকে, আমি দুঃখিত। কিন্তু বিশ্বাস রাখুন — এই পরিধানে আমি একজন রাম ভক্তা। ভিতরে বাইরে শুধু ‘রাম’ — অহংকার নয়, ভক্তির প্রকাশমাত্র।“

তবে অগ্নিমিত্রা যাই বলুন, সবার মতে, একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে তাঁর সচেতন হওয়া উচিত ছিল।
আরও খবরবাংলাভাষীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র! ডিএল রায়কে স্মরণ প্রয়োজন: জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...