Wednesday, November 12, 2025

শাড়িতে উল্টো রামচন্দ্র! অতি ভক্তি দেখাতে গিয়ে বেজায় ফ্যাসাদে অগ্নিমিত্রা

Date:

অতি ভক্তি দেখাতে গিয়ে বেজায় ফ্যাসাদে বিজেপি (BJP) বিধায়ক তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শুক্রবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় রামচন্দ্রে ছবি আঁকা শাড়ি পরে যান তিনি। এতদূর ঠিক ছিল। কিন্তু শাড়ির ছাপায় উল্টে গিয়েচেন রঘুবীর। আর তা নিয়ে তীব্র কটাক্ষের শিকার হন অগ্নিমিত্রা। পরে অবশ্য দুঃখপ্রকাশ করে সামাল দিতে চান বিজেপি নেত্রী।

বাংলা শ্রদ্ধায় স্মরণ করে রামচন্দ্র-সীতাদেবীকে। কিন্তু উগ্র হিন্দুত্ববাদের হাতিয়ার হিসেবে রামনামকে ব্যবহারের চেষ্টা করে বিজেপি। যদিও পশ্চিমবঙ্গ রামনামে ভোট বৈতরণী পার না হওয়ায় এবার দুর্গা-কালীর স্মরণ নিয়েছেন মোদি থেকে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে এই পরিস্থিতিতে গোল পাকিয়েছে অগ্নিমিত্রার (Agnimitra Paul) শাড়ি। দুর্গাপুরে মোদির সভায় সভা নজরে পড়ে সেটি। গেরুয়া রঙের শাড়িতে আঁকা ছিল শ্রীরামের ছবি। কিন্তু বিজেপি নেত্রী শাড়ি পরার পরে শ্রীরামের ছবিটি উলটো হয়ে যায়। এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই এই নিয়ে তাঁর তীব্র সমালোচনা করেন। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) অগ্নিমিত্রার ওই শাড়ি পরার ছবি পোস্ট করে লেখেন, “পদ্মশ্রীর অনুভব”।

বেকায়দা বুঝে দুঃখপ্রকাশ করে অব্যাহতি পেতে চেয়েছেন বিজেপি বিধায়ক। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন, “রাম আমার শক্তি, আমার প্রেরণা/ রাম নাম ঠোঁটে, আশ্রয় প্রাণে,অধর্ম দেখলেই আগুন টানে।
জনকীর স্নেহ, লক্ষণের ভক্তি, রামের চরিত্রেই খুঁজি মুক্তি।
আমি কখনোই কারও ভাবাবেগে আঘাত দিতে চাইনি। এই শাড়িটি আমার ভক্তির প্রকাশ, আমার আত্মার আরাধনা। রামের নাম, রামের চরণ, আমার জীবনের পথপ্রদর্শক —এই পোশাকে আমি তাঁকে বহন করি হৃদয়ে, শ্রদ্ধায়, প্রেমে। যদি কারও অনুভূতিতে অনিচ্ছাকৃত আঘাত লেগে থাকে, আমি দুঃখিত। কিন্তু বিশ্বাস রাখুন — এই পরিধানে আমি একজন রাম ভক্তা। ভিতরে বাইরে শুধু ‘রাম’ — অহংকার নয়, ভক্তির প্রকাশমাত্র।“

তবে অগ্নিমিত্রা যাই বলুন, সবার মতে, একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে তাঁর সচেতন হওয়া উচিত ছিল।
আরও খবরবাংলাভাষীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র! ডিএল রায়কে স্মরণ প্রয়োজন: জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version